Ajker Patrika

বেশি দামে মাংস বিক্রি, জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯: ২০
বেশি দামে মাংস বিক্রি, জরিমানা

বেশি দামে গরুর মাংস বিক্রিসহ বিভিন্ন অপরাধে নগরীর তিনটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার নগরীর বাদশা মিয়ার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নেতৃত্ব দেন।

এ সময় বেশি দামে গরুর মাংস বিক্রি করার অপরাধে মেসার্স ভাই ভাই গোশত দোকানকে দুই হাজার টাকা, মূল্যতালিকা না রাখায় মেসার্স নুসরাত স্টোরকে দুই হাজার টাকা এবং বেশি দামে চিনি বিক্রির অভিযোগে মেসার্স রুমা স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাজারে তরমুজ ব্যবসায়ীদের ক্রয় রসিদ যাচাই করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে গরুর মাংস ও চিনির দাম বেশি রাখা এবং মূল্যতালিকা না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। তা ছাড়া পুরো বাজারে দ্রব্যমূল্য অযাচিতভাবে বৃদ্ধি না করা, ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার নির্দেশনা ও সচেতন করা হয়। তিনি বলেন, রমজান মাসজুড়ে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত