Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ২৭
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বসুরহাট পৌর বিএনপি।

গতকাল রোববার বিকেলে উপজেলার বসুরহাট বাজারে বসুরহাট পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বসুরহাট পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বসুরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগির, পৌর যুবদলের সদস্যসচিব ও বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল রশীদ মাসুম, পৌর ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্যাহ, পৌর ছাত্রদলের সাংগঠনিক আবদুল্লাহ সোহান প্রমুখ।

লিফলেট বিতরণের সময় বিএনপির নেতারা বলেন, বর্তমান সরকার বিরোধী দল-মত দমনে ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। করোনাকালীন সংকটে সাধারণ মানুষের আয় কমে গেছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত