Ajker Patrika

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীর গরু ও টাকা লুট

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ২৯
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীর গরু ও টাকা লুট

নওগাঁর মান্দায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ভটভটি আটকে গরু ও টাকা লুট করে নেওয়ার খবর পাওয়া গেছে। এ সময় তিন গরু ব্যবসায়ীকে মারধর করারও অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সবাই বাসস্ট্যান্ডের অদূরে এই ডাকাতির ঘটনা ঘটে। এর ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।

ওই ব্যবসায়ীরা হলেন উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর (সন্যাসীতলা) গ্রামের ওসমান গণি (৬০), তাঁর ছেলে আবুল কাসেম (৩৪) ও রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজ (৫৫)। আহত ব্যবসায়ীদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গরু ব্যবসায়ী ওসমান গণি বলেন, ঝিনাইদহ জেলার গান্নার হাটে গরু কেনার জন্য সিরাজুল ইসলাম সিরাজ নামের আরেক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার বাড়ি থেকে রওনা দেন তিনি। গত বুধবার হাট থেকে তিনি ৬টি ও সিরাজুল ২টি গরু কেনেন। পরে হাটের ছাড়পত্র নিয়ে ওই দিন সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কুষ্টিয়া জেলার ভিত্তিপাড়া বাজারের অদূরে একটি পেট্রলপাম্পে ছেলে আবুল কাসেমের নিয়ে যাওয়া ভটভটিতে গরুগুলো পাল্টিয়ে নিয়ে বাড়িতে আসছিলেন তাঁরা।

ওসমান গণি আরও বলেন, গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁরা মান্দার চৌদ্দমাইল এলাকায় পৌঁছান। এ সময় জয় ফিলিং স্টেশনে টহল পুলিশের একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। জয় ফিলিং স্টেশন থেকে আনুমানিক ৫০০ মিটার পথ অতিক্রমের সময় পেছন দিক থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান তাঁদের অতিক্রম করে ব্যারিকেড দেয়। এ সময় ১০-১২ জন যুবক তাঁদের ভটভটি থেকে নামিয়ে মারধর শুরু করেন এবং গরু নামিয়ে পিকআপ ভ্যানে তোলেন। একপর্যায়ে ডাকাতদের হাত থেকে পালিয়ে সবাই বাসস্ট্যান্ডে এসে কয়েকজন দোকানিকে ঘটনার বিষয়ে জানান। কিন্তু তাঁরা কোনো কথাই আমলে নেননি। এ সুযোগে ভটভটিতে থাকা চারটি গরু নিয়ে রাজশাহীর দিকে পালিয়ে যান ডাকাতেরা। এর কিছু পরে কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত হন। পুলিশ সদস্যরা বিভিন্নভাবে বুঝিয়ে ব্যবসায়ীদের বাড়ি পাঠিয়ে দেন।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ব্যবসায়ীদের খোয়া যাওয়া গরুগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত