সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে সি-ট্রাক সার্ভিস ২ মাস ধরে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর যমুনা নদীর মাঝ পথে সি-ট্রাকটি বিকল হয়।
মাদারগঞ্জ ঘাট থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। বহু যাত্রীসহ যমুনা নদীর মাঝ পথে আটকা পড়ে এটি। দুই দিন পর অন্য একটি উদ্ধারকারী ফেরি এনে বিকল সি-ট্রাক উদ্ধার করে পূর্বপাড়ে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে।
ফেরিটির ব্যবস্থাপক সরোয়ার হোসেন জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটির ইঞ্জিনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যন্ত্রাংশ নষ্ট হয়েছে। এর পরে সি-ট্রাক এর সেই ইঞ্জিন সারানোর জন্য দুজন মেকানিক এসে সেটি সচল করতে পারেনি। তিনি বলেন ‘আমরা মনে করছি বড় কোনো মেকানিক ছাড়া ইঞ্জিনটি চালু করা সম্ভব নয়।’
সরোয়ার হোসেন জানান, ‘গত ১২ আগস্ট নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করার পর থেকে ফেরির ইঞ্জিনটি দুইবার বিকল হয়েছে। বিষয়টি আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
বি আই ডব্লিউ টি সির পরিচালক বাণিজ্যিক এস এম আশিকুর রহমান মুঠোফোনে জানান, জানান, চুক্তিমতে সি-ট্রাক এর কোনো যান্ত্রিক ত্রুটি হলে ইজারাদার তা মেরামত করবে। এ বিষয়ে ইজারাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অতি দ্রুত সি-ট্রাক মেরামত করে তা পুনরায় চলাচলেরও কথা ছিল।
এ বিষয়ে সি-ট্রাক এর ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল জানান, সি-ট্রাকের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। নাব্য সংকট এবং ক্রমাগত লোকসানের কারণে সি-ট্রাক সার্ভিস আবারও চালু করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটে সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে। এটি পুনরায় কীভাবে চালু করা যায় সে বিষয়ে আগামীকাল সোমবার বিআইডব্লিউটিএ এর প্রতিনিধিদলের সঙ্গে সারিয়াকান্দিতে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী।
বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে সি-ট্রাক সার্ভিস ২ মাস ধরে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর যমুনা নদীর মাঝ পথে সি-ট্রাকটি বিকল হয়।
মাদারগঞ্জ ঘাট থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। বহু যাত্রীসহ যমুনা নদীর মাঝ পথে আটকা পড়ে এটি। দুই দিন পর অন্য একটি উদ্ধারকারী ফেরি এনে বিকল সি-ট্রাক উদ্ধার করে পূর্বপাড়ে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে।
ফেরিটির ব্যবস্থাপক সরোয়ার হোসেন জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটির ইঞ্জিনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যন্ত্রাংশ নষ্ট হয়েছে। এর পরে সি-ট্রাক এর সেই ইঞ্জিন সারানোর জন্য দুজন মেকানিক এসে সেটি সচল করতে পারেনি। তিনি বলেন ‘আমরা মনে করছি বড় কোনো মেকানিক ছাড়া ইঞ্জিনটি চালু করা সম্ভব নয়।’
সরোয়ার হোসেন জানান, ‘গত ১২ আগস্ট নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করার পর থেকে ফেরির ইঞ্জিনটি দুইবার বিকল হয়েছে। বিষয়টি আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
বি আই ডব্লিউ টি সির পরিচালক বাণিজ্যিক এস এম আশিকুর রহমান মুঠোফোনে জানান, জানান, চুক্তিমতে সি-ট্রাক এর কোনো যান্ত্রিক ত্রুটি হলে ইজারাদার তা মেরামত করবে। এ বিষয়ে ইজারাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অতি দ্রুত সি-ট্রাক মেরামত করে তা পুনরায় চলাচলেরও কথা ছিল।
এ বিষয়ে সি-ট্রাক এর ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল জানান, সি-ট্রাকের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। নাব্য সংকট এবং ক্রমাগত লোকসানের কারণে সি-ট্রাক সার্ভিস আবারও চালু করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটে সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে। এটি পুনরায় কীভাবে চালু করা যায় সে বিষয়ে আগামীকাল সোমবার বিআইডব্লিউটিএ এর প্রতিনিধিদলের সঙ্গে সারিয়াকান্দিতে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪