Ajker Patrika

সি-ট্রাক বিকল, দুই মাস বন্ধ সার্ভিস

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৮: ০১
সি-ট্রাক বিকল, দুই মাস বন্ধ সার্ভিস

বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে সি-ট্রাক সার্ভিস ২ মাস ধরে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর যমুনা নদীর মাঝ পথে সি-ট্রাকটি বিকল হয়।

মাদারগঞ্জ ঘাট থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। বহু যাত্রীসহ যমুনা নদীর মাঝ পথে আটকা পড়ে এটি। দুই দিন পর অন্য একটি উদ্ধারকারী ফেরি এনে বিকল সি-ট্রাক উদ্ধার করে পূর্বপাড়ে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে।

ফেরিটির ব্যবস্থাপক সরোয়ার হোসেন জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত নামের সি-ট্রাকটির ইঞ্জিনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যন্ত্রাংশ নষ্ট হয়েছে। এর পরে সি-ট্রাক এর সেই ইঞ্জিন সারানোর জন্য দুজন মেকানিক এসে সেটি সচল করতে পারেনি। তিনি বলেন ‘আমরা মনে করছি বড় কোনো মেকানিক ছাড়া ইঞ্জিনটি চালু করা সম্ভব নয়।’

সরোয়ার হোসেন জানান, ‘গত ১২ আগস্ট নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করার পর থেকে ফেরির ইঞ্জিনটি দুইবার বিকল হয়েছে। বিষয়টি আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বি আই ডব্লিউ টি সির পরিচালক বাণিজ্যিক এস এম আশিকুর রহমান মুঠোফোনে জানান, জানান, চুক্তিমতে সি-ট্রাক এর কোনো যান্ত্রিক ত্রুটি হলে ইজারাদার তা মেরামত করবে। এ বিষয়ে ইজারাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অতি দ্রুত সি-ট্রাক মেরামত করে তা পুনরায় চলাচলেরও কথা ছিল।

এ বিষয়ে সি-ট্রাক এর ইজারাদার জাহিদুর রহমান উজ্জ্বল জানান, সি-ট্রাকের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। নাব্য সংকট এবং ক্রমাগত লোকসানের কারণে সি-ট্রাক সার্ভিস আবারও চালু করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটে সি-ট্রাক সার্ভিস বন্ধ রয়েছে। এটি পুনরায় কীভাবে চালু করা যায় সে বিষয়ে আগামীকাল সোমবার বিআইডব্লিউটিএ এর প্রতিনিধিদলের সঙ্গে সারিয়াকান্দিতে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত