Ajker Patrika

সামাজিকভাবে সম্মান দিতে হবে করদাতাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ১৮
সামাজিকভাবে সম্মান দিতে হবে করদাতাদের

কর দিয়ে যাঁরা দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন তাঁদের সামাজিকভাবে সম্মান দেওয়া হলে বড় স্বীকৃতি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ জেলার সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মাহবুবুল আলম আরও বলেন, ‘আমরা হয়রানি থেকে মুক্তি চাই। আমরা স্বেচ্ছায় দেশের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স দেব।’ প্রতিটি উপজেলায় কর অফিস চালু হলে করদাতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সেরা করদাতা পুরস্কার পাওয়া নাদের খান বলেন, ‘ভ্যাট নিয়ে অনেকের ভীতি আছে। কর কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। ভ্যাটের আদি রীতি মডিফাই করে এখানে চালু করা হয়েছে। যদি সঠিক উন্নয়ন অব্যাহত থাকে, তবে কর দিতে ইচ্ছে হবে।’

নাদের খান আরও বলেন, ‘যাঁরা কর দেন, তাঁদের ওপর বারবার হামলা হয়। আমরা যদি ভীতিতে থাকি, তবে করের আওতা বাড়বে না। ফটিকছড়িতে আমার চা বাগান আছে। সেখানে নিয়মিত যাতায়াত করি। এখন ভিলেজ ইকোনমি ভাইব্রেন্ট।’

সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩) মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত