Ajker Patrika

গাংনীতে তিন ভুয়া ভোটারকে জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৪১
গাংনীতে তিন  ভুয়া ভোটারকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে জাল ভোট দিতে আসা তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া কেন্দ্র এ ঘটনা ঘটে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, জিল্লুর রহমান (১৭), বাচ্চু হোসেন (১৭) এবং শাওন হোসেন (১৭)। তারা তিনজনই হিজলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন যুবকের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরা ওই তিনজনকে আটক করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...