Ajker Patrika

মনোনয়ন দিতে টাকা দাবি?

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩: ২২
মনোনয়ন দিতে টাকা দাবি?

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দিতে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও কথোপথন ফাঁস হয়েছে। যা জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অডিওর ওই কথোপকথনে মনোনয়ন দিতে টাকা দাবির বিষয়টি রয়েছে। এই কথোপকথনের একটি কণ্ঠ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ একেএম ফজলুল হকের এবং অপর কণ্ঠটি মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী সজল মুখার্জির।

তবে অভিযুক্ত ফজলুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশবিশেষ কথোপকথন সম্পাদনা করে বাজারে ছাড়া হয়েছে। উল্লেখ্য কথোপকথনটি গত ১৩ অক্টোবরের। এটি গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি জানান, তিনি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক ছিলেন। এ কারণে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হকের নিকট আশীর্বাদ চাইতে গেলে তিনি এক লাখ টাকা ঘুষ দাবি করেন। মনোনয়ন পেতে তিনি ঢাকাতে চুক্তি মোতাবেক টাকা নিয়ে গিয়েছিলেন। তবে শওকত হোসেন নামের একজন তাঁকে দশ লাখ টাকা দিতে চেয়েছেন বলে তিনি আমার কাছেও দশ লাখ টাকা দাবি করেন। আমি এত টাকা দিতে না পারায় নৌকা প্রতীক আমাকে দেওয়া হয়নি।

অভিযোগ অস্বীকার করে সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে এম ফজলুল হক বলেন, সজল মুখার্জি এলাকা থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। সেসব টাকা হজম করতে এসব করছেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র হয়। বিশেষ করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পর থেকে ষড়যন্ত্রকারীরা আমার পেছনে লেগেছে। আমি এসবের তোয়াক্কা করিনি। অডিও কথোপকথনটি সম্পাদনা করে বানানো হয়েছে বলে দাবি করেন প্রবীণ এই আওয়ামী লীগের নেতা।’

কথোপকথনের অডিও রেকর্ডটি ফাঁস হওয়ার বিষয়কে দলের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। তিনি বলেন, ‘আমাদের জানা মতে, ফজলুল হক একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে জেলা আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর করণীয় ঠিক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...