Ajker Patrika

আশ্রয় মিলল পারুলের

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৪
আশ্রয় মিলল পারুলের

মাগুরার মহম্মদপুর উপজেলায় রাস্তার পাশে অযত্ন ও অবহেলায় মাটিতে পড়ে ছিল পারুল নামের নারী। মানসিক ভারসাম্যহীন এবং শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি। এ অবস্থাতেই বেশ কিছুদিন ধরে ওই রাস্তার ধারে পড়েছিলেন তিনি। তাঁকে রাস্তায় পরে থাকতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে সাহায্যের আহ্বান জানান সংবাদকর্মী এবং শিক্ষক আনোয়ার হোসেন শাহীন। আহ্বানটি নজরে আসে প্রবাসী অনলাইন সংগঠনের। তাঁদের উদ্যোগে অবশেষে পারুলকে নিরাপদ আশ্রয় খুঁজে দেওয়া হলো গত শুক্রবার।

সূর্য বিবি নামের এক নারীর সংঙ্গে পারুলের থাকার ব্যবস্থা করেছে সংগঠনটি। উপজেলার বড়রিয়া পূর্ব-দক্ষিণপাড়া এলাকার প্রয়াত আজাহার শেখের স্ত্রী সূর্য বিবি। তিনি পারুলের দেখভালের দায়িত্ব নিতে রাজি হন।

জানা গেছে, পারুলের দুই ভাই থাকলেও কেউই তাঁর খোঁজ-খবর নেন না। ফলে এত দিন তাকে রাস্তার ধারে পড়তে থাকতে হয়েছে। অবশেষে তাঁর একটি থাকার ব্যবস্থা হলো। পুরো বিষয়টি সমন্বয় করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও বাহরাইনের প্রবাসী সেলিম রেজা খাজা।

সংগঠনের পক্ষ থেকে গত রোববার রাতে কাপড়চোপড়, দুটি কম্বল, ২৫ কেজি চালসহ আলু, বেগুন, মরিচ, পেঁয়াজ, ডাল, সয়াবিন তৈল, সাবান, ডিটারজেন্ট ও মিষ্টি দেওয়া হয় পারুলকে।

এ সময় সংগঠনের সদস্য মো. কামরুল হাসান, রফিকুল ইসলাম খোকন, তরুণ কুমার গুহ এবং সংবাদকর্মী এস আর এ হান্নান উপস্থিত থেকে এসব ব্যবস্থা করেন। প্রশংসনীয় ও মানবিক এ উদ্যোগের সঙ্গে জড়িতদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত