বিক্রমাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’ সিরিজে অভিনয় করে ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন ওয়ামিকা গাব্বি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস নিয়ে তৈরি এ সিরিজে তাঁর চরিত্রের নাম নিলুফার। প্রেক্ষাপট চল্লিশের দশকের শেষের দিকের বোম্বে শহর। একদিকে দেশভাগে জর্জরিত মানুষ। অন্যদিকে এসব মানুষের স্বপ্নপূরণের কান্ডারি হয়ে রুপালি পর্দার আবির্ভাব। সময়ের সঙ্গে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে বড় হয়ে উঠেছে, সে আখ্যানই তুলে ধরা হয়েছে সিরিজে। নিলুফার চরিত্রটি প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা। এক প্রযোজকের রক্ষিতা থেকে বলিউডের নায়িকা হয়ে ওঠে নিলুফার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করে ওয়ামিকা গাব্বি এখন আলোচনার শীর্ষে।
চণ্ডীগড়ে জন্ম নেওয়া ওয়ামিকা ছোটবেলা থেকেই সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখতেন। নাচ শিখতেন। আর যেখানেই অডিশনের খবর পেতেন, ছুটে যেতেন। একটি নাচের প্রতিযোগিতায় গিয়ে প্রথম সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। অষ্টম শ্রেণিতে পড়ার সময় ‘জব উই মেট’ সিনেমায় কারিনা কাপুরের বোনের চরিত্রে অভিনয় করেন। হিন্দি সিনেমা দেখে বড় হওয়া ওয়ামিকা চেয়েছিলেন বলিউডে নিয়মিত হতে। ‘লাভ আজ কাল’, ‘মাসুম’, ‘বিট্টো বস’, ‘সিক্সটিন’ সিনেমাগুলোতে কিছু ছোট চরিত্রে কাজ করতে করতে একটা সময় বুঝেছিলেন, বলিউডে প্রতিষ্ঠিত হওয়া অত সহজ হবে না। ওয়ামিকা বলেন, ‘বুঝেছিলাম, চাইলেই বলিউডে সুযোগ পাওয়া যায় না। কাজটা আগে ভালো করে শিখতে হয়।’
ওয়ামিকা তাই পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে সুযোগ খুঁজতে থাকেন। ‘তু মেরা ২২ মে তেরা ২২’ সিনেমা দিয়ে পাঞ্জাবে ব্যাপক পরিচিতি পান। এরপর পাঞ্জাবি, তেলুগু, তামিল, মালয়ালম ইন্ডাস্ট্রির অনেক সিনেমায় দেখা গেছে ওয়ামিকাকে। তত দিন পর্যন্ত শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই পরিচিত ছিলেন ওয়ামিকা। ডিজনি হটস্টারের ‘গ্রহণ’ সিরিজের কল্যাণে সর্বভারতীয় দর্শক চিনতে শুরু করেন তাঁকে। এরপর ‘মাই: আ মাদারস রেজ’, ‘মডার্ন লাভ: মুম্বাই’ সিরিজ দুটিতেও প্রশংসিত হয়েছেন তিনি। সর্বশেষ ‘জুবিলি’ সিরিজ তাঁর ক্যারিয়ারে যোগ করেছে নতুন পালক।
ক্যারিয়ার নিয়ে চাপে থাকতে চান না ওয়ামিকা। জীবনটাকে উপভোগ করতে চান। ওয়ামিকা বলেন, ‘জীবনে যেকোনো কিছু ঘটতেই পারে। আমি তাই নিজের মতো বাঁচায় বিশ্বাসী। চেষ্টা করি ভালো মানুষের সঙ্গে সময় কাটাতে। আগে অনেক পরিকল্পনা করতাম। এখন জীবনকে উপভোগ করার কথাই ভাবি।’
বিক্রমাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’ সিরিজে অভিনয় করে ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন ওয়ামিকা গাব্বি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস নিয়ে তৈরি এ সিরিজে তাঁর চরিত্রের নাম নিলুফার। প্রেক্ষাপট চল্লিশের দশকের শেষের দিকের বোম্বে শহর। একদিকে দেশভাগে জর্জরিত মানুষ। অন্যদিকে এসব মানুষের স্বপ্নপূরণের কান্ডারি হয়ে রুপালি পর্দার আবির্ভাব। সময়ের সঙ্গে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে বড় হয়ে উঠেছে, সে আখ্যানই তুলে ধরা হয়েছে সিরিজে। নিলুফার চরিত্রটি প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা। এক প্রযোজকের রক্ষিতা থেকে বলিউডের নায়িকা হয়ে ওঠে নিলুফার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করে ওয়ামিকা গাব্বি এখন আলোচনার শীর্ষে।
চণ্ডীগড়ে জন্ম নেওয়া ওয়ামিকা ছোটবেলা থেকেই সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখতেন। নাচ শিখতেন। আর যেখানেই অডিশনের খবর পেতেন, ছুটে যেতেন। একটি নাচের প্রতিযোগিতায় গিয়ে প্রথম সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। অষ্টম শ্রেণিতে পড়ার সময় ‘জব উই মেট’ সিনেমায় কারিনা কাপুরের বোনের চরিত্রে অভিনয় করেন। হিন্দি সিনেমা দেখে বড় হওয়া ওয়ামিকা চেয়েছিলেন বলিউডে নিয়মিত হতে। ‘লাভ আজ কাল’, ‘মাসুম’, ‘বিট্টো বস’, ‘সিক্সটিন’ সিনেমাগুলোতে কিছু ছোট চরিত্রে কাজ করতে করতে একটা সময় বুঝেছিলেন, বলিউডে প্রতিষ্ঠিত হওয়া অত সহজ হবে না। ওয়ামিকা বলেন, ‘বুঝেছিলাম, চাইলেই বলিউডে সুযোগ পাওয়া যায় না। কাজটা আগে ভালো করে শিখতে হয়।’
ওয়ামিকা তাই পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে সুযোগ খুঁজতে থাকেন। ‘তু মেরা ২২ মে তেরা ২২’ সিনেমা দিয়ে পাঞ্জাবে ব্যাপক পরিচিতি পান। এরপর পাঞ্জাবি, তেলুগু, তামিল, মালয়ালম ইন্ডাস্ট্রির অনেক সিনেমায় দেখা গেছে ওয়ামিকাকে। তত দিন পর্যন্ত শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই পরিচিত ছিলেন ওয়ামিকা। ডিজনি হটস্টারের ‘গ্রহণ’ সিরিজের কল্যাণে সর্বভারতীয় দর্শক চিনতে শুরু করেন তাঁকে। এরপর ‘মাই: আ মাদারস রেজ’, ‘মডার্ন লাভ: মুম্বাই’ সিরিজ দুটিতেও প্রশংসিত হয়েছেন তিনি। সর্বশেষ ‘জুবিলি’ সিরিজ তাঁর ক্যারিয়ারে যোগ করেছে নতুন পালক।
ক্যারিয়ার নিয়ে চাপে থাকতে চান না ওয়ামিকা। জীবনটাকে উপভোগ করতে চান। ওয়ামিকা বলেন, ‘জীবনে যেকোনো কিছু ঘটতেই পারে। আমি তাই নিজের মতো বাঁচায় বিশ্বাসী। চেষ্টা করি ভালো মানুষের সঙ্গে সময় কাটাতে। আগে অনেক পরিকল্পনা করতাম। এখন জীবনকে উপভোগ করার কথাই ভাবি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪