Ajker Patrika

মা-মেয়ে হত্যার কারণ এখনো অজানা, জোবায়ের রিমান্ডে

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৩: ১৭
মা-মেয়ে হত্যার কারণ এখনো অজানা, জোবায়ের রিমান্ডে

নারায়ণগঞ্জ শহরের ডালপট্টিতে টাকা-গয়না লুট করতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত আল জোবায়ের (২৬)। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। পরে গতকাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার বিকেলে ডালপট্টি এলাকায় একটি ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মা ও অন্তঃসত্ত্বা মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই রক্তমাখা ছুরি, হ্যান্ড গ্লাভসসহ আটক করা হয় আল জোবায়েরকে। নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও ঋতু চক্রবর্তী (২২)। জোবায়ের শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে জোবায়ের জানিয়েছেন, টাকাপয়সা লুট করার জন্যই ফ্ল্যাটে প্রবেশ করেন ও হত্যাকাণ্ড ঘটান। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে কলবেল বাজিয়েছিলেন তিনি। কিন্তু ওই ফ্ল্যাটের কেউ দরজা খোলেননি। তখন পাশের রামপ্রসাদ চক্রবর্তীর ফ্ল্যাটে কলবেল চাপেন। ওই ফ্ল্যাটের দরজা খুললে ভেতরে ঢুকে রুমা চক্রবর্তীর গলা চেপে ধরেন জোবায়ের। এ সময় রুমার গলার মালা তিনি ছিনিয়ে নেন। এরপর ছুরি মেরে রুমাকে হত্যা করেন। রুমার মেয়ে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাঁকেও ছুরি মেরে হত্যা করেন জোবায়ের।

গতকাল দুপুরে হত্যাকাণ্ডের শিকার রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী সদর মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রামপ্রসাদ ‘মেসার্স ইসলাম ট্রেডার্সে’ চাকরি করেন। মঙ্গলবার বেলা আড়াইটায় তাঁর বাড়ির মালিকের ভাগনে জানান, তাঁদের ভবনের নিচে অনেক লোক জড়ো হয়েছেন। রামপ্রসাদ স্ত্রী রুমার মোবাইল ফোনে কল করলে তা রিসিভ করেন ওই যুবক। টাকা-গয়না কোথায় আছে জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। ততক্ষণে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ ফ্ল্যাটে গিয়ে ওই যুবককে আটক করে। উদ্ধার করা হয় মরদেহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত