Ajker Patrika

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৭
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ স্লোগানে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হল মাঠে সকালে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিটি (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), টিআইবি, সনাক ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টার। মানববন্ধনে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সুজন কুমিল্লার সভাপতি আলমগীর খানসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় টাউন হল মাঠে দুর্নীতিবিরোধী মঞ্চে বেলুন ও পায়রা উড়ানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সবাই সবার জায়গা থেকে সচেতন ভাবে কাজ করতে হবে।’

বরুড়ায় দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ ছাড়া উপজেলায় শোভাযাত্রা ও মানববন্ধন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল হোসেন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমেদ, পুলিশ উপপরিদর্শক বিশ্বজিৎ, পেইজ ডেভেলপমেন্টের প্রতিনিধি মীর সোহেল, বরুড়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজালাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত