Ajker Patrika

ওএমএস-টিসিবির চালে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ওএমএস-টিসিবির চালে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, মেহেরপুর ও ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের  মধ্যে ওএমএস ও টিসিবির চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলাগুলোতে চাল বিতরণের উদ্বোধন করা হয়। ৩০ টাকা দরে চাল কিনতে পেরে স্বতি প্রকাশ করেছেন ক্রেতারা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় সকাল ১০টার দিকে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান প্রমুখ।

গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনীতে সকাল সাড়ে ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম। সহকারী খাদ্য পরিদর্শক ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) : পাটকেলঘাটায় সকাল ১০টায় পাটকেলঘাটা গোডাউন সড়কে ওএমএসের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর এই কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল মামুন প্রমুখ।

কেশবপুর (যশোর) : কেশবপুরে গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের গমপট্টিতে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন।

বাগেরহাট: বাগেরহাটে গতকাল বৃহস্পতিবার টিসিবি ও ওএমএস কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহসিনুল হক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব নেই জুলাই সনদে, ক্ষোভ বিএনপির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ