বিবাহবিচ্ছেদের পর যেন আরও সাহসী হয়ে উঠেছেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে যতটা খোলামেলা হয়ে নেচেছেন, তাতে কাঁপন ধরেছে অগুনতি দর্শকের হৃদয়ে। শুধু তা-ই নয়, এখন সোশ্যাল মিডিয়ায়ও তাঁকে সাহসী অবয়বে দেখা যায়। সিনেমার প্রয়োজনে এখন চুমোর দৃশ্যেও আপত্তি নেই বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। আরও বলেছেন, আপত্তি নেই বিকিনি পরে পর্দায় হাজির হতেও।
‘ফ্যামিলি ম্যান ২’ থেকে শুরু করে ‘পুষ্পা’র আইটেম ডান্স, সামান্থা যখনই পর্দায় এসেছেন, সবার নজর কেড়ে নিয়েছেন একাই। মুক্তির অপেক্ষায় আছে তাঁর একাধিক সিনেমা। এর মধ্যে দুই সিনেমার টিজার প্রকাশ হয়েছে চলতি সপ্তাহে। এর মধ্যে রয়েছে হরি শঙ্কর-হরিশ নারায়ণের লেখা এবং পরিচালিত সিনেমা ‘যশোদা’। এটি মূলত একটি সাই-ফাই থ্রিলার। সিনেমাটি এ বছর ১২ আগস্ট মুক্তি পাবে। অন্য সিনেমাটির নাম ‘খুশি’। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা এটি। পরিচালনা করছেন শিবা নির্ভানা। সামান্থা এর আগে শিবার সঙ্গে ব্লকবাস্টার সিনেমা ‘মাজিলি’ করেছিলেন। সিনেমাটির টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সামান্থা লিখেছেন, ‘আনন্দ-হাসি, ভালোবাসা ও পারিবারিক বন্ধন হলো “খুশি”।’ এই প্রথম নয়, এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা-বিজয়।
নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা রুথ প্রভু একের পর এক সিনেমায় কাজ করছেন বিভিন্ন নায়কের সঙ্গে। রাখঢাক ছেড়ে অভিনয় করেছেন বেশ কিছু সাহসী দৃশ্যেও। মুক্তির অপেক্ষায় আছে পৌরাণিক গল্পনির্ভর চলচ্চিত্র ‘শকুন্তলম’, ‘কাথুভাকুলা রেন্ডু কাধাল’সহ একাধিক সিনেমা। এ ছাড়া হাতে রয়েছে ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’-এর মতো ইংলিশ সিনেমাসহ বরুণ ধাওয়ানের সঙ্গে একটি হিন্দি ওয়েব সিরিজ।
বিবাহবিচ্ছেদের পর যেন আরও সাহসী হয়ে উঠেছেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে যতটা খোলামেলা হয়ে নেচেছেন, তাতে কাঁপন ধরেছে অগুনতি দর্শকের হৃদয়ে। শুধু তা-ই নয়, এখন সোশ্যাল মিডিয়ায়ও তাঁকে সাহসী অবয়বে দেখা যায়। সিনেমার প্রয়োজনে এখন চুমোর দৃশ্যেও আপত্তি নেই বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। আরও বলেছেন, আপত্তি নেই বিকিনি পরে পর্দায় হাজির হতেও।
‘ফ্যামিলি ম্যান ২’ থেকে শুরু করে ‘পুষ্পা’র আইটেম ডান্স, সামান্থা যখনই পর্দায় এসেছেন, সবার নজর কেড়ে নিয়েছেন একাই। মুক্তির অপেক্ষায় আছে তাঁর একাধিক সিনেমা। এর মধ্যে দুই সিনেমার টিজার প্রকাশ হয়েছে চলতি সপ্তাহে। এর মধ্যে রয়েছে হরি শঙ্কর-হরিশ নারায়ণের লেখা এবং পরিচালিত সিনেমা ‘যশোদা’। এটি মূলত একটি সাই-ফাই থ্রিলার। সিনেমাটি এ বছর ১২ আগস্ট মুক্তি পাবে। অন্য সিনেমাটির নাম ‘খুশি’। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা এটি। পরিচালনা করছেন শিবা নির্ভানা। সামান্থা এর আগে শিবার সঙ্গে ব্লকবাস্টার সিনেমা ‘মাজিলি’ করেছিলেন। সিনেমাটির টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সামান্থা লিখেছেন, ‘আনন্দ-হাসি, ভালোবাসা ও পারিবারিক বন্ধন হলো “খুশি”।’ এই প্রথম নয়, এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা-বিজয়।
নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা রুথ প্রভু একের পর এক সিনেমায় কাজ করছেন বিভিন্ন নায়কের সঙ্গে। রাখঢাক ছেড়ে অভিনয় করেছেন বেশ কিছু সাহসী দৃশ্যেও। মুক্তির অপেক্ষায় আছে পৌরাণিক গল্পনির্ভর চলচ্চিত্র ‘শকুন্তলম’, ‘কাথুভাকুলা রেন্ডু কাধাল’সহ একাধিক সিনেমা। এ ছাড়া হাতে রয়েছে ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’-এর মতো ইংলিশ সিনেমাসহ বরুণ ধাওয়ানের সঙ্গে একটি হিন্দি ওয়েব সিরিজ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪