এবার শিল্পকলা বিভাগে অবদান রাখার জন্য একুশে পদক পাচ্ছেন সাতজন। তাঁদের মধ্যে নৃত্যে অবদান রাখায় পদক পাচ্ছেন জিনাত বরকতউল্লাহ। সংগীতের জন্য পদক পাচ্ছেন নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু। অভিনয়ে পদক পাচ্ছেন মাসুম আজিজ, খালেদ মাহমুদ খান (মরণোত্তর) ও আফজাল হোসেন।
এই প্রাপ্তিতে মাসুম আজিজ বলেন, ‘বুধবার প্রথম জানতে পারি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়। আমার স্ট্রাগল তো কারও অজানা নয়। জীবনের সব সুখ-আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দিইনি। এই প্রাপ্তি বোধ হয় তারই ফল। পুরস্কারের খবর পেয়ে কেঁদেছি।’
নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য জিনাত বরকতউল্লাহ আজ একুশে পদক পেলেন। তাঁর কন্যা অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ বলেন, ‘আম্মার এই অর্জনে আমাদের পুরো পরিবার আনন্দিত ও গর্বিত। আব্বা, বেঁচে থাকলে এই দিনে সবচেয়ে বেশি খুশি হতেন আম্মার এই অর্জনে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে।’
২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান অভিনেতা খালেদ খান। তিনি মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন। বিষয়টি নিয়ে তাঁর মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা বলেন, ‘আমরা খুবই খুশি। কিন্তু বাবা নেই—এটা আমাকে পোড়ায়। বাবা থাকলে অনুভূতিটা কেমন হতো, ঠিক বলা যাচ্ছে না। বাবা মারা যাওয়ার আট বছর হলো। অনেকেই পদক পেয়েছেন। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বলছিলেন, এখনো উনি (খালেদ খান) পদক পেলেন না! আমার মনে হয়, বাবা ঠিক সময়েই পদকটি পেলেন। সন্তান ও পরিবারের সদস্য হিসেবে আমরা ভীষণ আনন্দিত।’
দীর্ঘদিন ধরেই মঞ্চ-সিনেমা-টিভিতে কাজ করছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। তাৎক্ষণিকভাবে অনুভূতি প্রকাশ করতে পারেননি তিনি। তবে ভীষণ খুশি এ অভিনেতা। অনুভূতি জানতে চেয়ে মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত। আমার বাবা বেঁচে নেই। তিনি জানতে পারলে আরও ভালো লাগত।’
‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’-এর মতো অসংখ্য কালজয়ী গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরেই তাঁর অনেক সহকর্মী আফসোস করে আসছিলেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতি বা সম্মান যেন দেওয়া হয় তাঁকে। অবশেষে সেই চাওয়া পূরণ হলো। ১৯৯০ সালে ১৪ সেপ্টেম্বর চলে গেছেন না-ফেরার দেশে। তখন মাত্র ৪১ বছর বয়স ছিল তাঁর। প্রয়াত এ গীতিকারের স্ত্রী শাহীন আক্তার বলেন, ‘ভাবতে ভালো লাগছে যে অনেক বছর পর হলেও অবশেষে তিনি স্বীকৃতি পেলেন। তিনি থাকলে হয়তো আরও বেশি খুশি হতেন। তাঁর লেখা গানগুলোর কপিরাইট রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে আবেদন করা হয়েছে। সেই প্রাপ্তি হলেও ভালো লাগবে।’
এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন (দলগতভাবে তিনজন) একুশে পদক পাচ্ছেন। এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।
এবার শিল্পকলা বিভাগে অবদান রাখার জন্য একুশে পদক পাচ্ছেন সাতজন। তাঁদের মধ্যে নৃত্যে অবদান রাখায় পদক পাচ্ছেন জিনাত বরকতউল্লাহ। সংগীতের জন্য পদক পাচ্ছেন নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু। অভিনয়ে পদক পাচ্ছেন মাসুম আজিজ, খালেদ মাহমুদ খান (মরণোত্তর) ও আফজাল হোসেন।
এই প্রাপ্তিতে মাসুম আজিজ বলেন, ‘বুধবার প্রথম জানতে পারি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়। আমার স্ট্রাগল তো কারও অজানা নয়। জীবনের সব সুখ-আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দিইনি। এই প্রাপ্তি বোধ হয় তারই ফল। পুরস্কারের খবর পেয়ে কেঁদেছি।’
নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য জিনাত বরকতউল্লাহ আজ একুশে পদক পেলেন। তাঁর কন্যা অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ বলেন, ‘আম্মার এই অর্জনে আমাদের পুরো পরিবার আনন্দিত ও গর্বিত। আব্বা, বেঁচে থাকলে এই দিনে সবচেয়ে বেশি খুশি হতেন আম্মার এই অর্জনে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে।’
২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান অভিনেতা খালেদ খান। তিনি মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন। বিষয়টি নিয়ে তাঁর মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা বলেন, ‘আমরা খুবই খুশি। কিন্তু বাবা নেই—এটা আমাকে পোড়ায়। বাবা থাকলে অনুভূতিটা কেমন হতো, ঠিক বলা যাচ্ছে না। বাবা মারা যাওয়ার আট বছর হলো। অনেকেই পদক পেয়েছেন। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বলছিলেন, এখনো উনি (খালেদ খান) পদক পেলেন না! আমার মনে হয়, বাবা ঠিক সময়েই পদকটি পেলেন। সন্তান ও পরিবারের সদস্য হিসেবে আমরা ভীষণ আনন্দিত।’
দীর্ঘদিন ধরেই মঞ্চ-সিনেমা-টিভিতে কাজ করছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। তাৎক্ষণিকভাবে অনুভূতি প্রকাশ করতে পারেননি তিনি। তবে ভীষণ খুশি এ অভিনেতা। অনুভূতি জানতে চেয়ে মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত। আমার বাবা বেঁচে নেই। তিনি জানতে পারলে আরও ভালো লাগত।’
‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’-এর মতো অসংখ্য কালজয়ী গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরেই তাঁর অনেক সহকর্মী আফসোস করে আসছিলেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতি বা সম্মান যেন দেওয়া হয় তাঁকে। অবশেষে সেই চাওয়া পূরণ হলো। ১৯৯০ সালে ১৪ সেপ্টেম্বর চলে গেছেন না-ফেরার দেশে। তখন মাত্র ৪১ বছর বয়স ছিল তাঁর। প্রয়াত এ গীতিকারের স্ত্রী শাহীন আক্তার বলেন, ‘ভাবতে ভালো লাগছে যে অনেক বছর পর হলেও অবশেষে তিনি স্বীকৃতি পেলেন। তিনি থাকলে হয়তো আরও বেশি খুশি হতেন। তাঁর লেখা গানগুলোর কপিরাইট রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে আবেদন করা হয়েছে। সেই প্রাপ্তি হলেও ভালো লাগবে।’
এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন (দলগতভাবে তিনজন) একুশে পদক পাচ্ছেন। এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪