Ajker Patrika

‘ভ্যাট-ট্যাক্সে এগিয়ে থাকলেও উন্নয়নে পিছিয়ে রংপুর’

রংপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ০০
‘ভ্যাট-ট্যাক্সে এগিয়ে থাকলেও উন্নয়নে পিছিয়ে রংপুর’

ভ্যাট ও ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে রংপুর এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১ উপলক্ষে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। নগরীর রূপকথা থিম পার্ক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।

মেয়র মোস্তাফিজার বলেন, ভ্যাটের টাকায় সারা দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বৈদেশিক অনুদানের ওপর নির্ভরতা কেটে গেছে। নিজস্ব অর্থে বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। রংপুরবাসীও এই উন্নয়নের সহযোগী।

রংপুরের মানুষকে ভ্যাট দিতে উৎসাহ দিয়ে মেয়র বলেন, ‘ভ্যাট দিলে দেশের উন্নয়ন হবে। প্রতিটি জায়গায় যদি উদ্যোক্তা তৈরি হয় তাহলে ভ্যাটের কার্যক্রম আরও বেড়ে যাবে। আমার নতুন করে উদ্যোক্তা তৈরি করব। রাষ্ট্রীয় উন্নয়নে আমাদের যে অংশীদারিত্ব, আমরা যেন বলতে পারি প্রতিটি উন্নয়নে আমাদের টাকা আছে।’

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) আবদুল মজিদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ স্লোগানকে সামনে রেখে রংপুর কমিশনারেট কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্‌যাপন শুরু হয়েছে। ১০ থেকে ১৫ ডিসেম্বর এই ভ্যাট সপ্তাহ চলবে।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড বেশ কয়েকটি অঙ্গীকার পূরণে সচেষ্ট রয়েছে। এর মধ্যে ই-পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি।’

আলোচনা শেষে শীর্ষ ভ্যাটদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর রংপুর বিভাগে উৎপাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে মোট ১৪টি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত