Ajker Patrika

শেরপুরে যুব সমাবেশে প্রাণের জাগরণ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৩: ০৩
শেরপুরে যুব সমাবেশে প্রাণের জাগরণ

শেরপুরে যুবদের মধ্যে সম্প্রীতি, সহিষ্ণুতা, সহমর্মিতা, শুভকাজে প্রাণের জাগরণ ঘটাতে দিনব্যাপী যুব সমাবেশ ও প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর কমিটি স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহযোগিতায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ যুব সমাবেশ ও খেলাধুলার আয়োজন করা হয়। ১৫-৩০ বয়সী শতাধিক যুবা এতে অংশগ্রহণ করে ছেলেরা ফুটবল এবং মেয়েরা মিউজিক্যাল চেয়ার খেলায় অংশ নেয়। এ ছাড়া এদিনে তারা গান-আবৃত্তি, আনন্দ-আড্ডায় মেতে ওঠে।

জন উদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ ওই যুব সমাবেশের উদ্বোধন করেন। যুব ফোরামের তরুণেরা লিও গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্ক নামে দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এতে দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে লিও গজনী অবকাশ একাদশ ১-০ গোলে মধুটিলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে মেয়েদের মিউজিক্যাল চেয়ার খেলায় শ্রীবরদীর সুমাইয়া প্রথম, শহরের চাপাতলির কল্পনা দ্বিতীয় এবং আবৃত্তিশিল্পী সোহাগী আক্তার তৃতীয় স্থান অর্জন করেন।

প্রীতি খেলাধুলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। বক্তব্য দেন খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, শিক্ষাবিদ-সংস্কৃতিকর্মী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা উদীচী সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, কবি হাসান শরাফত, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, পৌর লেডিস ক্লাবের সম্পাদক আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

নারী রক্তদান সংস্থা, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি), ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ), শেরপুর স্পোর্টস একাডেমি এবং হদি-ক্ষত্রিয় যুব সংগঠনের স্বেচ্ছাসেবকেরা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত