Ajker Patrika

‘আইন দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ২২
‘আইন দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয়’

দুর্নীতি প্রতিরোধে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন প্রয়োগকারী অন্য সংস্থাও। কিন্তু শুধু দুদক ও আইনের ওপর ভর করে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলে মনে করেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। গতকাল রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির টাকা দিয়ে স্ত্রী-সন্তানকে খাওয়াবেন না। দুদকের কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধে অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি করা হয়েছে। অভিযোগগুলো অনুসন্ধান পর্যায়ে আছে।’

সংস্থাটির কমিশনার জহুরুল হক বলেন, ‘মানি লন্ডারিংয়ে কিচ্ছু করার নেই। সরকার আইন করে আমাদের কাছ থেকে এটা নিয়ে গেছে। এটা আমাদের জুরিসডিকশনে নাই।’

পরে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক) দুর্নীতিবিষয়ক সেরা রিপোর্টারদের পুরস্কৃত করে।  পুরস্কৃতরা হলেন মাছরাঙা টিভির কাওসার সোহেলী, যুগান্তরের সিরাজুল ইসলাম ও বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু।

এ ক্ষেত্রে প্রতিবেদন যাচাইয়ে জুরি বোর্ডের প্রধান ও আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান বলেন, সাংবাদিকতা করতে গিয়ে নানা বাধা-বিপত্তির শিকার হতে হয়। তারপরও আমি বলব, পেশাকে শুধু একটি পেশা নয়, এটি যেন সমাজকে গতিশীল রাখার একটি অঙ্গীকার হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, এএফপির ঢাকা ব্যুরো প্রধান এম শফিকুল আলম, র‍্যাক সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত