Ajker Patrika

পুড়েছে চার ব্যবসাপ্রতিষ্ঠান আহত ১৫

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০৩
পুড়েছে চার ব্যবসাপ্রতিষ্ঠান আহত ১৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনীয়া বাজারে মেসার্স হারুন ট্রেডার্সে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছে অন্তত ১৫ জন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকান মালিক সমিতির সেক্রেটারি মো. হারুন অর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটিতে গ্যাস সিলিন্ডার, অকটেন, পেট্রল, হার্ডওয়ার সামগ্রী ছিল। এ সময় পাঁচ-ছয়টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। পাশের জাকের হোসেনের ওয়ার্কশপ, আবদুল হক টেইলার্স ও একটি কবুতর দোকানে আগুন পুরে যায়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে সবুজ (৪০) এয়াকুব (২৯) শাহাদাত (২৫) মেহেদিকে (১৮) নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মিরাজ (১৭) জাবেদ (৩২) কাউসার (৩৫) হাসান (২২) স্বপ্না (১৬) সুমন (৩০) জীবনকে (১৫) সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো আজহারুল হক আরজু বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে চৌমুহনী থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব জানান, আগুনে চারটি প্রতিষ্ঠানের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আগুনে অনেকের শরীর ঝলসে গেছে।

এ বিষয়ে জানতে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সমিতির সেক্রেটারি হারুন অর রশিদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত