Ajker Patrika

৭২ ঘণ্টার মধ্যে জিপের চালক আটক না হলে সড়ক অবরোধ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২: ৪৫
Thumbnail image

বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় ছোটন শীল নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে উপজেলা ছাত্রলীগ। এ ঘটনায় জড়িত জিপের চালককে ৭২ ঘণ্টার মধ্যে আটক করা না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। গতকাল রোববার উপজেলা পরিষদের সামনে প্রতিবাদী মানববন্ধনে ওই হুঁশিয়ারি দেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক।

ছোটন শীল উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক। চট্টগ্রামের একটা বেসরকারি কোম্পানিতে তিনি চাকরি করতেন। এ জন্য আলীকদম থেকে ব্যক্তিগত মোটরসাইকেলে কর্মস্থলে যাতায়াত করতেন। গত ২৮ মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ওই দিন সকালে আটটার দিকে মোটরসাইকেলে কর্মস্থল চট্টগ্রাম যাচ্ছিলেন ছোটন শীল। পথে লামা উপজেলার বদুঝিরি এলাকায় মালবাহী জিপ চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনায় ওই দিনই গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করেছেন ছোটন শীলের বড় ভাই।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা পালন করছে। ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গাড়ির চালককে আটক করতে না পারলে সড়ক অবরোধ করার ঘোষণা দেওয়া হবে।’

এদিকে আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন সড়কে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দুংড়িমং মারমা, সহসভাপতি সমরঞ্জন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে দুর্ঘটনায় জড়িত জিপের মালিক নিহতের পরিবারের সঙ্গে ‘অসৌজন্য’ আচরণ করেছেন বলে অভিযোগ করেন ছোটন শীলের বোন জয়শ্রী। তিনি বলেন, পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করে ওই মালিক তাঁদের নানাভাবে হয়রানি করছেন। এমনকি দুর্ঘটনার পর তাঁর ভাইয়ের মোটরসাইকেলটি নানা অজুহাতে পরিবারের কাছে হস্তান্তর না করে নিজেদের হেফাজতে রেখে দিয়েছে লামা থানা-পুলিশ।

জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের বলেন, ‘অভিযুক্ত গাড়িচালকের নাম-ঠিকানা সংগ্রহ করে আটকের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালত নির্দেশ দিলে নিহতের পরিবার বা তাঁর কোম্পানিকে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত