ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও তাঁর স্বামী হায়দার মোল্যাসহ তিনজনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া খাসজমিতে প্রকল্পের ঘর নির্মাণ করার কথা থাকলেও রুপা বেগমের আপন ছোট ভাই মোকাদ্দেস হোসেন পেয়েছেন সরকারি প্রকল্পের গৃহহীনদের ঘর।
জানা গেছে, ২০২১ সালের ২০ জুন দ্বিতীয় পর্যায়ে সালথা উপজেলার ২০০টি অসহায় ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারকে জমি ও ঘর উপহার দেয় সরকার। উপজেলার বিভিন্ন জায়গায় খাসজমিতে ঘরগুলো নির্মাণ করার কথা থাকলেও কিছু কিছু উপকারভোগীকে টাকার বিনিময়ে নিজ নিজ বাড়িতে ঘর দেওয়া হয়। তাদের কয়েকজন সম্পদশালী। একজনের ছেলে ইতালি ও মালয়েশিয়া প্রবাসী, যার বাড়িতে একতলা ভবন নির্মাণ চলছে। তাদের ঘর দিয়েছেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও তাঁর স্বামী হায়দার মোল্যা। এ ছাড়া মাঝারদিয়া ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ৯৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের ৩০ নম্বর ক্রমিকের ঘরের মালিক মাঝারদিয়া গ্রামের মো. হালিম মাতুব্বরের ছেলে মোকাদ্দেস হোসেন। তিনি সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের আপন ছোট ভাই। এ নিয়ে এলাকায় চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। এ ছাড়া ঘরগুলো সরকারি অর্থায়নে নির্মিত হলেও কিছু কিছু উপকারভোগীর কাছ থেকে ১০-২৫ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামী। এসব অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।
সালথা থানা সূত্রে জানা গেছে, সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের মো. মিরাজ হোসেনের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামী। ঘর না পেয়ে পরে সেই টাকা চাইতে গেলে মিরাজ হোসেনকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেন রুপা বেগম ও হায়দার মোল্যা। এ ঘটনায় গত ২৩ আগস্ট সালথা থানায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তাঁর স্বামী ও ছোট ভাই মোকাদ্দেস মিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এই মামলায় রুপা বেগম কিছুদিন পলাতক থাকার পর ৩১ আগস্ট ফরিদপুরের জজকোর্ট থেকে জামিন নেন।
এর আগে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের আব্দুর রহমান নামের এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫০০ টাকা নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেন রুপা বেগমের স্বামী ও ভাই মোকাদ্দেস। পরে এ ঘটনায় সালথা থানায় ১৫ আগস্ট চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ এনে একটি মামলা করেন ভিক্ষুক আব্দুর রহমান। মামলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও ভাই মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করা হয়। ওই মামলায় হায়দার মোল্যাকে ১৫ আগস্ট রাতে গ্রেপ্তার করে ১৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২১ দিন কারাভোগের পর ৬ সেপ্টেম্বর ফরিদপুরের জজকোর্ট থেকে জামিন নেন তিনি।
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টির জমির আলী বলেন, ‘পরিবার নিয়ে আমি ফরিদপুরে ফুটপাতে একটি ঝুপড়ি ঘরে থাকি। প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘরের বরাদ্দ পাওয়ার জন্য তাঁর কাছে সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ১০ হাজার টাকা দাবি করেন। ধারদেনা করে তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার পর আরও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ঘর দেননি।’
উপজেলার নারানদিয়ার গ্রামের বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘ঘরের বরাদ্দ পাওয়ার জন্য তাঁর কাছে সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ২৫ হাজার টাকা দাবি করেন। আমি তাঁকে ৫ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা না দেওয়ায় ঘর পাইনি।’
সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, ‘টাকা নেওয়া তো দূরের কথা, ঘর পাইয়ে দিয়ে আমি কারও কাছ থেকে একটি মিষ্টিও খাইনি।’
তবে নিজের ভাইয়ের নামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্দ দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমার ভাই অতিদরিদ্র মানুষ, আমার ভাইয়ের নামে কোনো জমি নেই।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে কোনো অভিযোগ থাকলে লিখিত দিতে বলেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
ফরিদপুরের সালথায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও তাঁর স্বামী হায়দার মোল্যাসহ তিনজনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া খাসজমিতে প্রকল্পের ঘর নির্মাণ করার কথা থাকলেও রুপা বেগমের আপন ছোট ভাই মোকাদ্দেস হোসেন পেয়েছেন সরকারি প্রকল্পের গৃহহীনদের ঘর।
জানা গেছে, ২০২১ সালের ২০ জুন দ্বিতীয় পর্যায়ে সালথা উপজেলার ২০০টি অসহায় ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারকে জমি ও ঘর উপহার দেয় সরকার। উপজেলার বিভিন্ন জায়গায় খাসজমিতে ঘরগুলো নির্মাণ করার কথা থাকলেও কিছু কিছু উপকারভোগীকে টাকার বিনিময়ে নিজ নিজ বাড়িতে ঘর দেওয়া হয়। তাদের কয়েকজন সম্পদশালী। একজনের ছেলে ইতালি ও মালয়েশিয়া প্রবাসী, যার বাড়িতে একতলা ভবন নির্মাণ চলছে। তাদের ঘর দিয়েছেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও তাঁর স্বামী হায়দার মোল্যা। এ ছাড়া মাঝারদিয়া ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ৯৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের ৩০ নম্বর ক্রমিকের ঘরের মালিক মাঝারদিয়া গ্রামের মো. হালিম মাতুব্বরের ছেলে মোকাদ্দেস হোসেন। তিনি সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের আপন ছোট ভাই। এ নিয়ে এলাকায় চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। এ ছাড়া ঘরগুলো সরকারি অর্থায়নে নির্মিত হলেও কিছু কিছু উপকারভোগীর কাছ থেকে ১০-২৫ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামী। এসব অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।
সালথা থানা সূত্রে জানা গেছে, সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের মো. মিরাজ হোসেনের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামী। ঘর না পেয়ে পরে সেই টাকা চাইতে গেলে মিরাজ হোসেনকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেন রুপা বেগম ও হায়দার মোল্যা। এ ঘটনায় গত ২৩ আগস্ট সালথা থানায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তাঁর স্বামী ও ছোট ভাই মোকাদ্দেস মিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এই মামলায় রুপা বেগম কিছুদিন পলাতক থাকার পর ৩১ আগস্ট ফরিদপুরের জজকোর্ট থেকে জামিন নেন।
এর আগে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের আব্দুর রহমান নামের এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫০০ টাকা নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেন রুপা বেগমের স্বামী ও ভাই মোকাদ্দেস। পরে এ ঘটনায় সালথা থানায় ১৫ আগস্ট চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ এনে একটি মামলা করেন ভিক্ষুক আব্দুর রহমান। মামলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও ভাই মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করা হয়। ওই মামলায় হায়দার মোল্যাকে ১৫ আগস্ট রাতে গ্রেপ্তার করে ১৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২১ দিন কারাভোগের পর ৬ সেপ্টেম্বর ফরিদপুরের জজকোর্ট থেকে জামিন নেন তিনি।
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টির জমির আলী বলেন, ‘পরিবার নিয়ে আমি ফরিদপুরে ফুটপাতে একটি ঝুপড়ি ঘরে থাকি। প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘরের বরাদ্দ পাওয়ার জন্য তাঁর কাছে সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ১০ হাজার টাকা দাবি করেন। ধারদেনা করে তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার পর আরও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ঘর দেননি।’
উপজেলার নারানদিয়ার গ্রামের বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘ঘরের বরাদ্দ পাওয়ার জন্য তাঁর কাছে সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ২৫ হাজার টাকা দাবি করেন। আমি তাঁকে ৫ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা না দেওয়ায় ঘর পাইনি।’
সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, ‘টাকা নেওয়া তো দূরের কথা, ঘর পাইয়ে দিয়ে আমি কারও কাছ থেকে একটি মিষ্টিও খাইনি।’
তবে নিজের ভাইয়ের নামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্দ দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমার ভাই অতিদরিদ্র মানুষ, আমার ভাইয়ের নামে কোনো জমি নেই।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে কোনো অভিযোগ থাকলে লিখিত দিতে বলেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪