Ajker Patrika

পল্লিচিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৫
পল্লিচিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে পল্লিচিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে এই ঘটনা ঘটে।

মৃত রোগীর নাম আনোয়ারা বেগম (৫০)। তিনি চান্দিনা উপজেলার ২ নম্বর বাতাঘাসী ইউনিয়নের বাতাঘাসী গ্ৰামের কাসেম মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে আনোয়ারা বেগম তাঁর নিজ বাড়িতে হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ অবস্থায় স্বজনেরা তাঁকে ইলিয়টগঞ্জ পশ্চিম বাজারের পল্লিচিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদারের কাছে নিয়ে যান। পল্লিচিকিৎসক তাঁকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠান। সেখান থেকে ফিরলে শ্রীরুপ চন্দ্র মজুমদার রোগীকে স্যালাইন ও ইনজেকশন দেন। এ সময় আনোয়ারা বেগম জানান তাঁর বুক জ্বালাপোড়া করছে। এরই মধ্যে মারা যান তিনি।

২ নম্বর বাতাঘাসী ইউপির সংরক্ষিত নারী সদস্য উম্মে জাহানারা বেগম বলেন, ‘এ সময় চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম। রোগীর স্বজনদের চেঁচামেচি শুনে ভেতরে গিয়ে দেখি রোগী মারা গেছেন। চিকিৎসক তাঁকে অন্য কোথায় নিয়ে যেতে বলছেন।’

এরপর থেকে পল্লিচিকিৎসক শ্রীরুপ চন্দ্র মজুমদার পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত