Ajker Patrika

৪০০ জেলের মাত্র ১০ জন পেলেন সরকারি সহায়তা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১: ৪১
৪০০ জেলের মাত্র ১০ জন পেলেন সরকারি সহায়তা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য কুষ্টিয়ার কুমারখালীতে ৪০০ জন জেলের মধ্যে মাত্র ১০ জনকে বিকল্প জীবিকার্জনের উপকরণ দেওয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তাঁদের দুটি করে ছাগল, একটি কাঠের চৌকি, ৪০ কেজি ভুসি ও ওষুধ দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন, সে জন্য উপকরণ প্রদান করা হয়। উপজেলায় ৪০০ জন জেলে আছেন। তাঁদের মধ্যে ১০ জনকে বিকল্প উপার্জন ব্যবস্থার জন্য উপকরণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলেদের উপকরণ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত