Ajker Patrika

২০০ নারীকে সহায়তা দিল পৌরসভা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
২০০ নারীকে সহায়তা দিল পৌরসভা

নোয়াখালী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ নারীকে ব্যবসায় সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে নোয়াখালী পৌরসভা।

গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে টাকার চেক তুলে দেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে এ অনুদান দেওয়া হয়। এ অনুদান দিয়ে প্রান্তিক নারীরা পুরুষের পাশাপাশি পরিবারে আর্থিক অবদান রাখবেন। কুটিরশিল্প, সেলাই, হাঁস-মুরগি পালনসহ ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলবেন তাঁরা। এর মধ্য দিয়ে পরিবারে নারীর ক্ষমতা আরও শক্তিশালী হবে।

মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, অনুদান ক্ষুদ্র হলেও সঠিকভাবে নারীরা এ অর্থ কাজে লাগালে পৌর এলাকার প্রান্তিক নারীরা পরিবারে অবদান রাখতে পারবেন। একনিষ্ঠভাবে কাজ করলে প্রত্যেক নারী একেকজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এতে পৌরসভা এলাকায় কোনো অসহায়-দরিদ্র মানুষ থাকবে না। এ প্রকল্পের অধীন পৌরসভার ১৫ হাজার পরিবার ইতিমধ্যে সহায়তা পেয়েছে। আগামী দিনেও সরকারের এ প্রকল্প চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল দত্ত, কাউন্সিলর জাহিদুর রহমান শামিম, বদরুল আহসান বাবলু, রফিকুল বারী আলমগীর ও প্রকল্পের টাউন ম্যানেজার লিয়াকত আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ