গনেশ দাস, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কালু কসাই। দুই দিন আগেও তিনি ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করতেন। কিন্তু বাদ সাধে পুলিশ। দাম বাড়াতে নজরুলকে দেওয়া হয় চাপ। পরে একপ্রকার বাধ্য হয়েই প্রতি কেজিতে ৩০ টাকা বাড়িয়ে এখন বিক্রি করছেন ৫৮০ টাকা দরে।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরের সবখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। আর গ্রামের হাটবাজারগুলোতে দাম রাখা হচ্ছে ৬৫০ টাকা কেজি। বাজারের এমন পরিস্থিতিতেও বগুড়া শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গাবতলীর নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামে রাস্তার ধারে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আসছিলেন নজরুল। এক বছর আগেই এই দামে মাংস বিক্রি শুরু করেন তিনি।
কথা হলে নজরুল জানান, কদমতলীতে ব্যবসা শুরুর আগে তিনি ২৫ বছর মাংস বিক্রি করেছেন বাগবাড়ি হাটে। সেখানে একটি গরু জবাই করলে খাজনা দিতে হতে হয় ৪ হাজার টাকা। এ কারণে সেখানে কম দামে মাংস বিক্রির সুযোগ নেই। পরে কদমতলী গ্রামের রাস্তার ধারে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি শুরু করেন। বাগবাড়ি হাটে প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি শুরু হলে নজরুলও কেজিতে ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকায় বিক্রি করেন।
কম দামে মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে দূর-দূরান্ত থেকে লোকজন নজরুলের দোকানে ভিড় করেন। গতকাল সকালে কদমতলী মোড়ে নজরুলের মাংসের দোকানের সামনে কথা হয় সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার বাসিন্দা মনজুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ফেসবুকে দেখেছি এই মোড়ে মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। অন্য জায়গার তুলনায় এক কেজি মাংসে ১০০ টাকা কম। এ কারণে এখানে মাংস কিনতে এসেছি।’
অন্য ব্যবসায়ীরা যেখানে ৭০০ টাকা নেন, সেখানে তিনি এক কেজি গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি করতে পারেন কীভাবে—এমন প্রশ্নের উত্তরে নজরুল ওরফে কালু কসাই বলেন, ‘এখন সপ্তাহে অন্তত ২৫টি গরুর মাংস বিক্রি হচ্ছে। অধিক বিক্রি কম লাভ এই নীতিতে ব্যবসা করি।’
দাম বাড়াতে পুলিশ চাপ দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমার এখানে কম দামে মাংস পাওয়ায় ক্রেতারা ভিড় করছেন। এতে বাগবাড়ি হাটে মাংস বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে দুই দিন আগে বাগবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসে মাংসের দাম ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা কেজি করতে বলেন। পুলিশের কথা না শুনলেও ঝামেলা আছে। তাই কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ৫৮০ টাকায় বিক্রি করছি।’
তবে মাংসের দাম বাড়াতে ব্যবসায়ীকে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দাম বাড়ানোর কথা বলিনি। বাগবাড়ি হাটের মাংস ব্যবসায়ীদের সঙ্গে তাঁর (কালু কসাই) প্রতিযোগিতা রয়েছে। এ কারণে তিনি কখনো দাম বাড়ান আবার কখনো কমান।’
বগুড়ার গাবতলী উপজেলার মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কালু কসাই। দুই দিন আগেও তিনি ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করতেন। কিন্তু বাদ সাধে পুলিশ। দাম বাড়াতে নজরুলকে দেওয়া হয় চাপ। পরে একপ্রকার বাধ্য হয়েই প্রতি কেজিতে ৩০ টাকা বাড়িয়ে এখন বিক্রি করছেন ৫৮০ টাকা দরে।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরের সবখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। আর গ্রামের হাটবাজারগুলোতে দাম রাখা হচ্ছে ৬৫০ টাকা কেজি। বাজারের এমন পরিস্থিতিতেও বগুড়া শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গাবতলীর নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামে রাস্তার ধারে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আসছিলেন নজরুল। এক বছর আগেই এই দামে মাংস বিক্রি শুরু করেন তিনি।
কথা হলে নজরুল জানান, কদমতলীতে ব্যবসা শুরুর আগে তিনি ২৫ বছর মাংস বিক্রি করেছেন বাগবাড়ি হাটে। সেখানে একটি গরু জবাই করলে খাজনা দিতে হতে হয় ৪ হাজার টাকা। এ কারণে সেখানে কম দামে মাংস বিক্রির সুযোগ নেই। পরে কদমতলী গ্রামের রাস্তার ধারে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি শুরু করেন। বাগবাড়ি হাটে প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি শুরু হলে নজরুলও কেজিতে ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকায় বিক্রি করেন।
কম দামে মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে দূর-দূরান্ত থেকে লোকজন নজরুলের দোকানে ভিড় করেন। গতকাল সকালে কদমতলী মোড়ে নজরুলের মাংসের দোকানের সামনে কথা হয় সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার বাসিন্দা মনজুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ফেসবুকে দেখেছি এই মোড়ে মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। অন্য জায়গার তুলনায় এক কেজি মাংসে ১০০ টাকা কম। এ কারণে এখানে মাংস কিনতে এসেছি।’
অন্য ব্যবসায়ীরা যেখানে ৭০০ টাকা নেন, সেখানে তিনি এক কেজি গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি করতে পারেন কীভাবে—এমন প্রশ্নের উত্তরে নজরুল ওরফে কালু কসাই বলেন, ‘এখন সপ্তাহে অন্তত ২৫টি গরুর মাংস বিক্রি হচ্ছে। অধিক বিক্রি কম লাভ এই নীতিতে ব্যবসা করি।’
দাম বাড়াতে পুলিশ চাপ দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমার এখানে কম দামে মাংস পাওয়ায় ক্রেতারা ভিড় করছেন। এতে বাগবাড়ি হাটে মাংস বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে দুই দিন আগে বাগবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসে মাংসের দাম ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা কেজি করতে বলেন। পুলিশের কথা না শুনলেও ঝামেলা আছে। তাই কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ৫৮০ টাকায় বিক্রি করছি।’
তবে মাংসের দাম বাড়াতে ব্যবসায়ীকে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দাম বাড়ানোর কথা বলিনি। বাগবাড়ি হাটের মাংস ব্যবসায়ীদের সঙ্গে তাঁর (কালু কসাই) প্রতিযোগিতা রয়েছে। এ কারণে তিনি কখনো দাম বাড়ান আবার কখনো কমান।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫