Ajker Patrika

গৌরনদীতে ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ২৪
গৌরনদীতে ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

গৌরনদী উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামে নারী নেত্রী প্রতিমা সরকার ও সহকারী শিক্ষক রাশিদা আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনায় গত রোববার রাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।

উল্লেখ্য, ডাকাত দলের হামলায় গৃহকর্ত্রী রাশিদা আক্তার আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরনদী মডেল থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মো. ইকবাল হোছাইন জানান, গৌরনদী মডেল থানা-পুলিশ ডাকাতির লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ গত শনিবার গভীর রাতে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের জাহাঙ্গীর সরদার, ফিরোজ হাওলাদার ও উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামের তারেক জমাদ্দারকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা অন্য দুই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত