Ajker Patrika

সরাসরি জাহাজ চলাচলে সম্মত বাংলাদেশ-মালদ্বীপ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৪৩
সরাসরি জাহাজ চলাচলে সম্মত বাংলাদেশ-মালদ্বীপ

বাংলাদেশ থেকে ডাক্তার ও বিশেষজ্ঞ পেশাজীবী নিয়োগ দিতে চায় মালদ্বীপ। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায়। এ উদ্দেশ্যে দুই দেশের মধ্যে সরাসরি মালবাহী জাহাজ চলাচলে একমত হয়েছে ঢাকা-মালে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সোমবার রাতে বাংলাদেশ সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করতে প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠকে দুই নেতাই দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তাঁরা আলোচনা করেছেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম ও মালে বন্দরে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে বৈঠকে একমত হয়েছেন ফয়সাল নাসিম ও এ কে আব্দুল মোমেন। মালদ্বীপে চিকিৎসাশিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেবে বাংলাদেশ। তা ছাড়া, দুই দেশের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যের নানা দিক নিয়ে কাজ করতে তাঁরা সম্মত হয়েছেন।

প্রসঙ্গত, তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম। গত সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। মালদ্বীপের উপরাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন দেশটির দুই মন্ত্রী ও পররাষ্ট্রসচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত