Ajker Patrika

পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ৩৯
পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ভোট না দেওয়া জেরে মো. তামিম হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত তামিম হোসেন (৩৫) বিনসাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে বারুহাঁস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহত তামিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে তামিমের বাবা গোলবার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের গ্রামের বিনসাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হয়। এতে একই গ্রামের প্রভাবশালী মো. ভুট্টুর মনোনীত একজন অভিভাবক সদস্য প্রার্থী ছিলেন। আমার ছেলে তাঁকে ভোট দেয়নি। এ খবর জানার পর শুক্রবার সকালে আমার ছেলের ওপর ওই হামলা চালানো হয়। আমার ছেলে বিনসাড়া বাজারে গেলে ভুট্টুর নেতৃত্বে চার থেকে পাঁচজন যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়। রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে আমার ছেলের হাত ও পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে যায়।’

গোলবার হোসেন আরও বলেন, এর পর বাজারের লোকজন এসে তাঁর ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তামিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ভুট্টু মোবাইল ফোন ধরেননি।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস আলী বলেন, বিদ্যালয়ের ওই ভোটের আগের রাতেও ভুট্টুর মনোনীত প্রার্থীকে ভোট না দিলে তামিমকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর বাজারে তাঁর ওপর হামলা হলো।

এ বিষয়ে গতকাল বিকেলে জানতে চাইলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপর আহত তামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করতে আসেননি। তাঁরা যখন আসবেন, তখনই মামলা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত