Ajker Patrika

খুবি কুইজে বিজয়ী সয়েল ডিসিপ্লিন

খুবি প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ৩৭
খুবি কুইজে বিজয়ী সয়েল ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রোটার‍্যাক্ট ক্লাব আয়োজিত আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তারা ইংরেজি ডিসিপ্লিনকে পরাজিত করে বিজয়ী হয়।

গতকাল শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে এ কুইজ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, গত শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৭০টি টিম এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে পরীক্ষার মাধ্যমে ৩৩টি টিম পরবর্তী রাউন্ডে খেলার গৌরব অর্জন করেন।

পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে ৩৩টি টিম হতে ৮টি টিম কোয়ার্টার ফাইনাল খেলে। সেখান থেকে আজ সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, ইংরেজি, সমাজবিজ্ঞান ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি (ফউটে) ডিসিপ্লিন সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সর্বশেষ ফাইনাল রাউন্ডে ইংরেজি ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন।

প্রতিযোগিতার প্রথম রাউন্ড নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরে বার্জার রাউন্ড হয়। এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, ‘করোনায় দীর্ঘ বন্ধের পরে আবার আমরা সশরীরে কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত