Ajker Patrika

বঙ্গবন্ধুর ম্যুরাল আড়াল করে ব্যানার ছাত্রলীগ নেতার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ৫২
বঙ্গবন্ধুর ম্যুরাল আড়াল করে ব্যানার ছাত্রলীগ নেতার

রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতা নাইমুল হাসান নাঈমের ব্যানারের কারণে আড়াল হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এ নিয়ে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, বঙ্গবন্ধুর এই ম্যুরাল আছে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে। আর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম নিজের ব্যানার দিয়েছেন কলেজের সীমানাপ্রাচীরের সামনে। ফলে কলেজের বাইরে থেকে বঙ্গবন্ধুর সুউচ্চ ম্যুরালটির বেশির ভাগ অংশ দেখা যাচ্ছে না।

কলেজের শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি নাঈম এই ব্যানার লাগিয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক বলেন, ‘নাঈমকে বলেছিলাম, এখানে ব্যানার দিয়ো না। বঙ্গবন্ধুর ম্যুরালটা বাইরে থেকে তখন দেখা যাবে না। তা-ও এখানে ব্যানার দেখছি। আমরা সবাইকেই যেখানে-সেখানে ব্যানার দিতে বারণ করি।’

অধ্যক্ষ জানান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গতকাল শনিবার কলেজে গিয়েছিলেন। ম্যুরালের সামনে এমন ব্যানার দেখে তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি এই ব্যানার সরিয়ে নেওয়ার জন্য ছাত্রলীগ নেতা নাঈমকে বলেছেন।

তবে ছাত্রলীগ নেতা নাঈম দাবি করেছেন, কেউ তাঁকে ব্যানার সরিয়ে নিতে বলেননি। তিনি বলেন, ‘ব্যানারটা নিয়ে সমস্যা আছে, এ রকম কোনো কথা আমাকে কেউ বলেননি। আমাদের কর্মীরা আমার অনুপস্থিতিতে ওখানে ব্যানারটা দিয়েছিল। এটা নিয়ে যখন কথা উঠছে, আমি দ্রুত ব্যানারটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত