Ajker Patrika

পুরোনোতেই আস্থা নেতাদের

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২২: ৩৭
পুরোনোতেই আস্থা নেতাদের

সাত বছরের বেশি সময় পর নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনেক জল্পনা-কল্পনা শেষে আগের কমিটিতে আস্থা রেখেছেন কেন্দ্রীয় নেতারা। আব্দুল মালেককে পুনরায় সভাপতি এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শহরের নওজোয়ান মাঠে দিনব্যাপী এই সম্মেলন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বেলা ৩টার দিকে এ ঘোষণা দেন। আগামী তিন বছরের জন্য তাঁরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে শিগগিরই তাঁদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কমিটি ঘোষণার পর জেলার নেতা-কর্মী বলেন, এবারও জেলায় আগের নেতাদের ওপর ভরসা রেখেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে উচ্ছ্বাসিত সবাই।

এর আগে বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আব্দুর রহমান। এরপর ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং স্থানীয় সংসদ সদস্যরা।

সম্মেলনে নেতাদের প্রতিটি বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি আরও বলেন, বিএনপি কোনো দিন জনগণের সঙ্গে ছিল না। এখনো নেই। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, আর লুটতরাজ করে বিএনপি। বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘটিবাটি বেচে দেবে। তাই সজাগ থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত