Ajker Patrika

অল্প খরচে ভুট্টা চাষ, ভালো ফলনের আশা কৃষকের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫: ১৮
অল্প খরচে ভুট্টা চাষ, ভালো ফলনের আশা কৃষকের

অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় ভুট্টা চাষে সফলতার স্বপ্ন দেখছেন দিনাজপুরের খানসামা উপজেলার ভুট্টাচাষিরা। খেতে লকলকে সবুজ পাতার ফাঁকে আসতে শুরু করেছে ভুট্টাগাছে ফুল ও মোচা। আবহাওয়া ভালো থাকলে এ বছর ভালো ফলনের আশা কৃষি বিভাগের।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এই মৌসুমে ৭ হাজার ৩২৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সেচ, সার ও কীটনাশক এবং পরিচর্যা বাবদ খরচ হয় ১০-১২ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৩৫-৪০ মণ। প্রতি মণের বর্তমান বাজারমূল্য ৬০০-৭০০ টাকা। এতে অল্প পুঁজিতে প্রতি বিঘায় ১৫-২০ হাজার টাকা লাভ হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় সব জায়গায় ভুট্টাখেতগুলো সবুজে ভরে গেছে। ছাতিয়ানগড়, খামারপাড়া, হাসিমপুর ও ডাঙ্গাপাড়া গ্রামের মাঠে গাছগুলো বেশ বড়ও হয়ে উঠেছে। এখন ভুট্টাখেত পরিচর্যা, নিড়ানি, সেচকাজসহ নানা কাজে ব্যস্ত চাষিরা। গাছগুলো হাঁটুসমান হয়ে গেছে। কিছু এলাকায় আগাম ভুট্টা রোপণ করায় গাছ মানুষের উচ্চতাকে ছাড়িয়ে গেছে এবং কোথাও কোথাও গাছে মোচা এসেছে। এসব ফলন আগাম ঘরে তোলা যাবে।

হোসেনপুর গ্রামের ভুবন সেন বলেন, ‘বোরো চাষে উৎপাদন খরচ বেশি। অথচ যখন ধান কাটা-মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষ করি।’

পাকেরহাট গ্রামের নিপ্পন রায় বলেন, ‘দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি, অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম। দামও ভালো পাওয়া যায়। একটু দেরিতে বিক্রি করলে মণে ৯০০ থেকে হাজার টাকা দাম পাওয়া যায়, যা অধিক লাভজনক।’

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। তা ছাড়া কম সময়ে অধিক লাভ হওয়ায় কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। তবে ভুট্টার ক্ষতিকর বালাই ‘ফল আর্মি ওয়ার্ম’ সম্পর্কে কৃষকদের সচেতন থাকতে হবে এবং পোলট্রি ফিড ছাড়া ভুট্টার বহুমুখী ব্যবহারে এগিয়ে আসতে হবে। তাহলেই এই ফসলটির স্থায়িত্ব এবং চাষাবাদ অনেকাংশে বেড়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত