Ajker Patrika

এক শিফটেই খোলা থাকছে ইবির গ্রন্থাগার

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ১৮
এক শিফটেই খোলা থাকছে ইবির গ্রন্থাগার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পুরোদমে চললেও আগের নিয়মে ফেরেনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। আগের নিয়ম অনুযায়ী দুই শিফটে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও এক শিফটে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকছে গ্রন্থাগারটি।

শিক্ষার্থীদের অভিযোগ, লাইব্রেরি পুরো সময় খোলা না থাকায় ক্লাসের সময় ছাড়া গ্রন্থাগারে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আবারও গ্রন্থাগারকে দুই শিফটে ফেরানোর দাবি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লাস শুরুর আগে গত ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এ সময় এক শিফটে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত গ্রন্থাগার চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে ২৫ অক্টোবর ক্লাস শুরুর পর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হলেও গ্রন্থাগার খোলা রাখার সময় বাড়ানো হয়নি।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘গ্রন্থাগারের নিচতলায় বাইরে থেকে বই নিয়ে পড়ার জন্য ছোট একটি কক্ষ রয়েছে। যেখানে ২০ জনের বেশি বসা যায় না। তা ছাড়া গ্রন্থাগারে সব ধরনের বইও নেই।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ বলেন, ‘আগে থোক বরাদ্দে কিছু কর্মচারী ছিলেন। তখন গ্রন্থাগার দুই শিফটে চালানো গেছে। এখন ওই কর্মচারীদের বাদ দেওয়ায় দুই শিফট চালানো যাচ্ছে না। পর্যাপ্ত লোকবলের জন্য আবেদন করেছি।’

এ বিষয়ে গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভেবেছি। খুব দ্রুতই দুই শিফট চালু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত