Ajker Patrika

মনোনয়ন নিয়ে অসন্তোষ তৃণমূল আ.লীগে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮: ০৭
মনোনয়ন নিয়ে অসন্তোষ তৃণমূল আ.লীগে

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি করছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীরা। দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে দুই মনোনয়ন বঞ্চিত প্রার্থী রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন। গত ২৪ অক্টোবর আওয়ামী লীগ ৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে। বর্তমান চেয়ারম্যানদের পুনরায় মনোনীত করে দল। কিন্তু এই দলীয় সমর্থন না পাওয়ায় ক্ষুব্ধ মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নবঞ্চিতরা বলছেন, দল থেকে জনবিচ্ছিন্নদের মনোনীত করা হয়েছে।

চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘একই ব্যক্তিকে পুনরায় মনোনয়ন দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দল মনোনীত চেয়ারম্যানপ্রার্থী লাগামহীন অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। জনসেবার পরিবর্তে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। তারা জনবিচ্ছিন্ন।’

গাইবান্ধা ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার বলেন, ‘বিতর্কিত ব্যক্তিরাই ওপর মহলকে খুশি করে দলীয় মনোনয়ন পেয়েছেন।’

প্রতিদিনই নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন চার মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। ধানমন্ডির আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন গাইবান্ধা ইউনিয়নের আব্দুর রাজ্জার সরদার ও আবদুল সামাদ, চরগোয়ালিনী ইউনিয়নের রেজাউল করিম ও আলী নূর ইসলাম মোল্লা। এছাড়া ইসলামপুর সদরের হানিফ উদ্দিন, পলবান্ধার মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার ও গোয়ালেরচরের আব্দুর রহিম বাদশা ও চরপুটিমারীর আব্দুল হালিম এলাকায় মানববন্ধন করেন।

তবে দল থেকে মনোনয়ন না পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাঁরা। প্রতিনিয়ত নির্বাচনী প্রচারে ব্যস্ত তাঁরা। মাঠে বিদ্রোহী প্রার্থী থাকায় দুশ্চিন্তা বেড়েছে নৌকা প্রতীকের প্রার্থীদের।

বিদ্রোহীরা যেন তাঁদের গলার কাঁটা। আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর অভিযোগ, নৌকার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থীরা। তৃণমূল নেতারা জানান, বিদ্রোহী প্রার্থীরা এভাবে মাঠে থাকলে নৌকার প্রার্থীদের জয় পাওয়া কঠিন হয়ে যাবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬, জাতীয় পার্টির ২, এবং স্বতন্ত্র ১৭ জনসহ মোট ৩১ জন চেয়ারম্যানপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসলামপুর সদর ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হানিফ উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

পলবান্ধা ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার। তিনি বলেন, ‘ইউনিয়নবাসী পরিবর্তন চান।’

গাইবান্ধা ইউপিতে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী। দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক সরদার।

গোয়ালেরচর ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম বাদশা। তিনি বলেন, ‘সাংসদ ফরিদুল হক খান দুলাল আমাকে গত নির্বাচনে কথা দিয়েছিলেন এবার মনোনয়ন দেবেন। কিন্তু দেননি। তৃণমূল নেতা-কর্মীরা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে নির্বাচন করছি।’

চরপুটিমারী ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল হালিম।

চরগোয়ালিনী ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার। মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনুর মোল্লা এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।

মনোনয়নের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, ‘যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে তাঁদেরকেই ভোটের মাধ্যম জয়ী করবেন দলীয় নেতা-কর্মীরা। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ নির্বাচন করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত