নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো কোনো কেন্দ্রে সকালের আগেও ব্যালট পাঠানো যেতে পারে, তবে এ জন্য লাগবে কমিশনের অনুমতি। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন যেভাবে শক্ত অবস্থানে ছিল, উপজেলা নির্বাচনেও তারা তেমন শক্ত অবস্থানে থাকবে। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রার্থীর প্রচারের খরচ কমে যাবে। ইউটিউবে, ফেসবুকে প্রচারে ব্যয় কম হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘যে কেউ চাইলেই যেন প্রার্থী হতে না পারে, সে জন্য প্রার্থীর সমর্থনে স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছিল। কিন্তু এটা গণতন্ত্রের পরিপন্থী। এ ছাড়া যাঁরা সমর্থন দেন তাঁরা অনেক সময় নির্যাতনের শিকার হন বলে অভিযোগ আছে। ওই বিধান প্রতিপালন করতে গিয়ে সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরী বা মিথ্যার আশ্রয়ও নিতেন। প্রার্থী নিজেই ডান হাত, বাঁ হাত মিলিয়ে স্বাক্ষর করতেন। এই ধরনের আইন কেন থাকবে, যা ন্যায়ের পক্ষে না। তাই এটা তুলে দিয়েছি।’
জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনে স্বতন্ত্রদের একই সুযোগ দেওয়া হবে কি না—জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘সে বিষয়ে আমাদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। তাই এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে ১৫২, ২১ মে ১৬১টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার চার ধাপে এই ভোট সম্পন্ন করতে চায় ইসি। বুধবার এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় মনোনয়ন দিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের তালিকা সাত দিনের মধ্যে রিটার্নিং অফিসারসহ ইসি সচিবালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো কোনো কেন্দ্রে সকালের আগেও ব্যালট পাঠানো যেতে পারে, তবে এ জন্য লাগবে কমিশনের অনুমতি। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন যেভাবে শক্ত অবস্থানে ছিল, উপজেলা নির্বাচনেও তারা তেমন শক্ত অবস্থানে থাকবে। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রার্থীর প্রচারের খরচ কমে যাবে। ইউটিউবে, ফেসবুকে প্রচারে ব্যয় কম হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘যে কেউ চাইলেই যেন প্রার্থী হতে না পারে, সে জন্য প্রার্থীর সমর্থনে স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছিল। কিন্তু এটা গণতন্ত্রের পরিপন্থী। এ ছাড়া যাঁরা সমর্থন দেন তাঁরা অনেক সময় নির্যাতনের শিকার হন বলে অভিযোগ আছে। ওই বিধান প্রতিপালন করতে গিয়ে সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরী বা মিথ্যার আশ্রয়ও নিতেন। প্রার্থী নিজেই ডান হাত, বাঁ হাত মিলিয়ে স্বাক্ষর করতেন। এই ধরনের আইন কেন থাকবে, যা ন্যায়ের পক্ষে না। তাই এটা তুলে দিয়েছি।’
জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনে স্বতন্ত্রদের একই সুযোগ দেওয়া হবে কি না—জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘সে বিষয়ে আমাদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। তাই এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে ১৫২, ২১ মে ১৬১টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার চার ধাপে এই ভোট সম্পন্ন করতে চায় ইসি। বুধবার এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় মনোনয়ন দিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের তালিকা সাত দিনের মধ্যে রিটার্নিং অফিসারসহ ইসি সচিবালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪