Ajker Patrika

টানা ছয়বার চেয়ারম্যান সুরুজ মিয়া

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ৩৪
টানা ছয়বার চেয়ারম্যান সুরুজ মিয়া

হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এম সুরুজ মিয়া। এ নিয়ে তিনি টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল। তিনি জানান, ২৭২ ভোট বেশি পেয়ে ভূবনকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এম সুরুজ মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে রমজান আলী জহির পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট।

এম সুরুজ মিয়া ১৯৯২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিক ভাবে টানা ছয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কড়ইতলি স্থলবন্দরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

টানা ছয়বার নির্বাচনে বিজয়ী হয়ে সুরুজ মিয়া বলেন, এ জয় সততার জয়। টানা ছয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত