Ajker Patrika

দুর্বৃত্তের আগুনে পুড়ল ৫ বিঘা জমির ধান

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
দুর্বৃত্তের আগুনে পুড়ল ৫ বিঘা জমির ধান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে বাড়ির উঠানে স্তূপ করে রাখা পাঁচ বিঘা জমির পাকা আমন ধান ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার ভোরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা পিপলটলা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান ও তাঁর ভাই নাজমুল হুদা জানান, প্রায় ১৫ বিঘা জমির আমন ধান কাটার পর মাড়াই কাজের জন্য বাড়ির উঠানে স্তূপ করে রাখা হয়েছিল। ভোরবেলা কে বা কারা এতে আগুন দিলে মুহূর্তে ছড়িয়ে পড়ে। পাঁচ বিঘা জমির ধান পুড়ে গেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৩টায় মোবাইলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে ধানের স্তূপে।

বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বালিয়াডাঙ্গী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত