Ajker Patrika

বান্দরবানে টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪: ১১
বান্দরবানে টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

বান্দরবানে টেবিল টেনিস টুর্নামেন্ট গত সোমবার সন্ধ্যা শুরু হয়েছে। জেলা সদরের লিটল স্টার ক্লাবের আয়োজনে শহরের পুরোনো রাজবাড়ীর মাঠে এই টুর্নামেন্টে উদ্বোধন করা হয়। বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এর উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মং মং সিং, অজিত কান্তি দাশ, লিটল স্টার ক্লাবের সভাপতি থুই সিং প্রু লুবু, সাধারণ সম্পাদক ক্য উইন থোয়াই, সহসম্পাদক প্রিয়াংকা নাগ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান চাইথোয়াই হ্লা চাকসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

লিটল স্টার ক্লাবের সভাপতি থুই সিং প্রু লুবু জানান, এবারের টুর্নামেন্টে একক, দ্বৈত, বিশেষ দ্বৈত বিভাগে ২০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।

প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর বলেন, ‘ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। কিশোর ও যুবকদের ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখলে সমাজে শান্তিশৃঙ্খলা স্থিতিশীল থাকে। বিশেষ করে বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে মাদকের যে ছোবল, তা থেকে নিজেদের রক্ষা করার পথ তৈরি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...