Ajker Patrika

‘সম্মিলিত প্রয়াসে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা সম্ভব’

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ১৭
‘সম্মিলিত প্রয়াসে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা সম্ভব’

সবার সম্মিলিত প্রয়াসে দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন কাউনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্ততি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কাউনিয়ায় দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাহমিনা। তিনি বলেন, ‘গ্রামগঞ্জের নিভৃত পল্লির মানুষদের দুর্যোগ মোকাবিলায় সচেতন করতে হবে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে আছে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি থাকতে হবে। তাহলে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন সহজ হবে। পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণেও সহায়ক হবে।’

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবীর সরকার বলেন, শীত মৌসুমে গ্রামের অনেক মানুষ খড়কুটা জ্বালিয়ে উষ্ণতা নেন। এতে অসাবধানতার কারণে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন সময় বিদ্যুতের শর্টসার্কিট এবং অসাবধানতায় বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়াসহ দুর্যোগ মোকাবিলায় মানুষদের সচেতন করা হচ্ছে।

আলোচনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল হাকিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজ আরিফ, কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহিন সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত