Ajker Patrika

সুন্দরবন রত্ন সম্মাননা পেলেন ড. হারুন

কয়রা প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ২৯
সুন্দরবন রত্ন সম্মাননা পেলেন ড. হারুন

সুন্দরবন রত্ন-২০২১ এর সম্মাননা স্মারক পেয়েছেন খুলনার কয়রা উপজেলার কৃতি সন্তান কৃষিবিদ ড. মো. হারুনর রশিদ। গত শনিবার যশোরে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে এ স্মারক তুলে দেওয়া হয়। যশোরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তমিজ উদ্দীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ে উপকূলীয় এলাকার কৃষিতে সবুজ বিপ্লব ও লবণাক্ততা সহিষ্ণু ফসলের নতুন জাত উৎপাদন, প্রযুক্তির সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখায় হারুনর রশিদকে এ সম্মাননা দেওয়া হয়। ড. হারুনর রশিদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. হারুনর রশিদ বলেন, এ সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। কৃষির প্রতি দৃষ্টিভঙ্গি ও আচরণে পরিবর্তন ঘটাতে পারলে দেশের এ অঞ্চলে আরও উন্নয়ন ঘটবে। স্বাধীনতার পরপরই আমাদের দূরদৃষ্টি সম্পন্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির উন্নয়নে কাজ করেছেন। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের যে যাত্রা শুরু করেছিলেন বর্তমান কৃষিবান্ধব সরকার সে অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। কৃষিকে এগিয়ে নিতে ও আরও সমৃদ্ধ করতে সরকারের পাশাপাশি আমদেরও সচেষ্ট হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত