আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১২ বছর থেকে ১৬ বছর বয়সী ১৩ হাজার স্কুলশিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার টিকাকেন্দ্র ও বিভিন্ন ইউনিয়নে অস্থায়ী কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন জানান, উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি দাখিল মাদ্রাসার প্রায় ১৩ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। ফকিরহাটে শতভাগ করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে আটটি টিকাকেন্দ্র করে টিকা দেওয়ার কাজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কুয়াশা ঢাকা শীতের সকালে টিকা নিতে আসা শিক্ষার্থীদের কলরবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় টিকাকেন্দ্রগুলোতে। বেশির ভাগ শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক টিকাকেন্দ্রে আসলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানে দল বেঁধে শিক্ষার্থীরা টিকা নিতে আসে। তবে এই ছাত্র-ছাত্রীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার বিষয়ে উদাসীন দেখা যায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাগিদ দিলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়িত হচ্ছে না। কেন্দ্রগুলোতে ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা খানম, সোহেলী আক্তার, ঝর্ণা রাণীসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, সুঁই ফুটিয়ে টিকা নিতে ভয় করলেও করোনাভাইরাস প্রতিরোধে সামিল হতে টিকা নিচ্ছে। তারা মা-বাবা ও স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় টিকা নিতে উদ্বুদ্ধ হয়েছে।
উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা বাজার জামে মসজিদে বেতাগা ইউনিয়নের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। এ কেন্দ্রে আসা বেতাগা ইউনাইটেড আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিমল দাস, রহিম শেখ, রুবেল হোসেনসহ কয়েকজন ছাত্র জানায়, টিকা দিতে এসে তাদের খুব ভালো লাগছে। টিকা দেওয়ার ফলে পরোক্ষভাবে তাদের পরিবারও নিরাপদ থাকবে। তাদের যে সব বন্ধুরা এখনো টিকা দেয়নি তাদের বুঝিয়ে টিকাকেন্দ্রে নিয়ে আসার কাজ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলার শতকরা ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। ইতিমধ্যে ৯৮ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ এবং ৭২ হাজার ৪০০ জনকে দ্বিতীয় টিকা প্রদান করেছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১২ বছর থেকে ১৬ বছর বয়সী ১৩ হাজার স্কুলশিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার টিকাকেন্দ্র ও বিভিন্ন ইউনিয়নে অস্থায়ী কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন জানান, উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি দাখিল মাদ্রাসার প্রায় ১৩ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। ফকিরহাটে শতভাগ করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে আটটি টিকাকেন্দ্র করে টিকা দেওয়ার কাজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কুয়াশা ঢাকা শীতের সকালে টিকা নিতে আসা শিক্ষার্থীদের কলরবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় টিকাকেন্দ্রগুলোতে। বেশির ভাগ শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক টিকাকেন্দ্রে আসলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানে দল বেঁধে শিক্ষার্থীরা টিকা নিতে আসে। তবে এই ছাত্র-ছাত্রীদের মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার বিষয়ে উদাসীন দেখা যায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাগিদ দিলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়িত হচ্ছে না। কেন্দ্রগুলোতে ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা খানম, সোহেলী আক্তার, ঝর্ণা রাণীসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, সুঁই ফুটিয়ে টিকা নিতে ভয় করলেও করোনাভাইরাস প্রতিরোধে সামিল হতে টিকা নিচ্ছে। তারা মা-বাবা ও স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় টিকা নিতে উদ্বুদ্ধ হয়েছে।
উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা বাজার জামে মসজিদে বেতাগা ইউনিয়নের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। এ কেন্দ্রে আসা বেতাগা ইউনাইটেড আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিমল দাস, রহিম শেখ, রুবেল হোসেনসহ কয়েকজন ছাত্র জানায়, টিকা দিতে এসে তাদের খুব ভালো লাগছে। টিকা দেওয়ার ফলে পরোক্ষভাবে তাদের পরিবারও নিরাপদ থাকবে। তাদের যে সব বন্ধুরা এখনো টিকা দেয়নি তাদের বুঝিয়ে টিকাকেন্দ্রে নিয়ে আসার কাজ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলার শতকরা ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। ইতিমধ্যে ৯৮ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ এবং ৭২ হাজার ৪০০ জনকে দ্বিতীয় টিকা প্রদান করেছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫