Ajker Patrika

নেতাকে কোপের প্রতিবাদে চার পথে বাস চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
নেতাকে কোপের প্রতিবাদে চার পথে বাস চলাচল বন্ধ

দিনাজপুরের পার্বতীপুর থেকে চার পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর পরিবহন মালিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিবহন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়জার গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় হেলমেট পরা পাঁচ থেকে সাত দুর্বৃত্ত পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে শরীরে কোপ মেরে পালিয়ে যান। পরে পথচারীরা ফয়জারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদে পার্বতীপুর থেকে ফুলবাড়ী, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

গতকাল সকালে টার্মিনালে আসা মরিয়ম নেছা নামের এক যাত্রী জানান, তিনি রংপুরে যাওয়ার জন্য টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে বেশি টাকা দিয়ে অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।

জোহরাতুন নেছা নামের এক ছাত্রী বলেন, বেলা ১টায় দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথমবর্ষের পরীক্ষা ছিল। বাস না পেয়ে তিনি ইজিবাইকে কলেজে যান।

এ বিষয়ে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মেনহাজুল ইসলাম বলেন, সমিতির সাধারণ সম্পাদক দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে এই পরিবহন নেতা জানান, মামলা করার প্রস্তুতি চলছে।

যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছেন। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জারের ওপর হামলার জন্য পার্বতীপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি এ জেড এম মেনহাজুল ইসলামকে দায়ী করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক।

গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফিজুল বলেন, হামলাকারীরা স্বতন্ত্র মেয়র প্রার্থী মেনহাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত