Ajker Patrika

এবার ববির বিরুদ্ধে আলিয়া ভাটের অ্যাকশন

এবার ববির বিরুদ্ধে আলিয়া ভাটের অ্যাকশন

‘টাইগার’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ফ্র্যাঞ্চাইজির পর এবার আলিয়ার হাত ধরে গুপ্তচর ব্রহ্মাণ্ডের নতুন দরজা খুলতে চলেছে যশ রাজ ফিল্মস। নিয়ে আসছে নারীপ্রধান স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’। ‘দ্য রেলওয়ে মেন’খ্যাত নির্মাতা শিব রাওয়াল পরিচালনা করছেন সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ সিনেমায় আলিয়ার বিরুদ্ধে ভিলেন হিসেবে দেখা যাবে ববি দেওলকে। 

এর আগে ‘অ্যানিমেল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে সাড়া ফেলেন ববি। রণবীর কাপুরের বিপরীতে তাঁর চরিত্রের নৃশংসতা চমকে দিয়েছিল। ববি এবার লড়ছেন রণবীরপত্নী আলিয়ার বিরুদ্ধে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্ধেরির যশ রাজ ফিল্মস স্টুডিওতে শুরু হয় আলফার শুটিং। সেখানকার কাজ শেষ করে ইউনিট এখন গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সেখানে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে।

আলিয়া ভাট। ছবি: সংগৃহীতপ্রযোজনা প্রতিষ্ঠান আভাস দিয়েছে, আলফা সিনেমার নৃশংসতা, রক্তপাত ছাড়িয়ে যাবে অ্যানিমেলের ভয়াবহতাকেও। ফলে এ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে বাড়তি সতর্ক নির্মাতারা। ‘জওয়ান’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জ্যাক রিচার’সহ অনেক সিনেমার প্রশংসিত অ্যাকশন কোরিওগ্রাফার ক্যাসি ও’নিলকে উড়িয়ে আনা হয়েছে আলফার অ্যাকশন দৃশ্যগুলো ডিজাইনের জন্য। তাঁর তত্ত্বাবধানে এখন শুটিং করছেন ববি ও আলিয়া।

পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যটির শুটিং হচ্ছে চার দিন ধরে। যে দৃশ্যে ববি ও আলিয়াকে মুখোমুখি হতে দেখা যাবে। হাতাহাতি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে যুদ্ধ—সবই থাকবে এ দৃশ্যে। শুটিংয়ের কোনো ছবি কিংবা লুক যাতে ফাঁস না হয়, সে জন্য প্রযোজক আদিত্য চোপড়া ১০০ জন নিরাপত্তারক্ষী নিযুক্ত করেছেন। বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে শুটিং সেটেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত