Ajker Patrika

স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক ও সভাপতি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
Thumbnail image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লক্ষাধিক টাকার মেহগনি ও চাম্বল গাছ বিক্রির ঘটনা ঘটেছে। ওই বিদ্যালয়ের সভাপতি লাভলু সিকদার এবং প্রধান শিক্ষক সুজন মজুমদার ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকে না জানিয়ে গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গাছ বিক্রির খবর জানাজানি হলে তাঁরা ৮টি গাছের ৬টি অংশ রেখে বাকিটা সরিয়ে ফেলেন। জানতে চাইলে প্রধান শিক্ষক সুজন মজুমদার বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য একটু তড়িঘড়ি করে ৭টি গাছ কাটা হয়েছে। শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছিল। তবে গাছ কেটে বিদ্যালয়ের সামনেই রাখা হয়েছে; বিক্রি করা হয়নি।’ কাটা গাছের কিছু অংশ দেখা গেলেও বাকিটা কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘লেবারদের খরচের জন্য গাছের কিছু তাদের দেওয়া হয়েছে। তবে কত টাকায় ওই গাছ বিক্রি হয়েছে, তা তিনি বলেননি।’

সভাপতি লাভলু সিকদার বলেন, ‘বিদ্যালয়ের গাইড ওয়ালের কাজ চলছে। গাইড ওয়াল দিতে গিয়ে গাছের কারণে কাজে বিঘ্ন ঘটছিল। তাই রেজুলেশন করে শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে গাছগুলো কাটা হয়েছে। এখনো বিক্রি করা হয়নি।’

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘আমি সরেজমিন পরিদর্শনে গিয়েছিলাম। ওই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল করতে গাছ কাটা অতি প্রয়োজন ছিল না। না কাটলেও চলত।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন খলিফা বলেন, ‘গাছ কাটার জন্য যেসব নিয়ম রয়েছে প্রধান শিক্ষক ও সভাপতি তা পালন করেননি। তাদের শোকজ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত