Ajker Patrika

পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবি

সিলেট সংবাদদাতা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবি

সিলেট সিটি করপোরেশন নির্ধারিত পানির বর্ধিত বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর উত্তর কাজীটুলা ইলেকট্রিক সাপ্লাই রোডে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উত্তর কাজীটুলা, কাজীটুলা উঁচাসড়ক, কলবাখানি, রায়হোসেন কলবাখানি, ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইটুলা চাষনীপীর রোডের প্রায় অর্ধসহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তাঁরা বর্ধিত পানির বিল প্রত্যাহার করা না হলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন।

মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেন-‘পানির বিল না বাড়িয়ে দুর্নীতি, লুটপাট বন্ধ করতে কাজ করুন। জনগণকে ভোগান্তি উপহার দেবেন না। জনগণ যেমন বুকে নিতে জানে, তেমনি ছুড়ে দিতেও জানে। নগরবাসীর মতামত উপেক্ষা করে, মানুষের সহ্যসীমার বাইরে যে পানির বিল নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত অমানবিক। নগরীর অধিকাংশ কাউন্সিলরকে পাশ কাটিয়ে গিয়ে এই অস্বাভাবিক বিল নির্ধারণ করা হয়েছে বলে আমরা খোঁজ নিয়ে দেখেছি। নগরভবনের পরিষদের বৈঠকেও অফিশিয়ালি বিল বাড়ানোর সিদ্ধান্ত পাস হয়নি, তবুও বাসা-বাড়িতে বর্ধিত বিল পাঠানো হয়েছে। অবিলম্বে বর্ধিত বিল প্রত্যাহার করুন, না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।’

সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা আব্দুল মালিক জাকা, মসজিদের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, মো. শাহিন আহমদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সদস্য মো. শাহজাহান, রুহেল আহমদ, ব্যবসায়ী জুবের আহমদ চৌধুরী, কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাবলু, বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবদুল আহাদ এলিস, সহসভাপতি সাদ উদ্দিন জাবেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত