Ajker Patrika

জেঁকে বসা শীতে কাবু নিম্ন আয়ের মানুষ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৪
জেঁকে বসা শীতে কাবু নিম্ন আয়ের মানুষ

নেত্রকোনায় গত কয়েক দিনের শীতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যদিও গতকাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমেছে। শীতে অনেকে ঘর থেকে বের না হলেও কাজের সন্ধানে নিম্ন আয়ের মানুষদের ঠিকই বের হতে হচ্ছে খুব সকালে।

সরেজমিনে শহরের মালনী সাতপাই, চকপাড়া, বারহাট্টা রোড, তেরী বাজার ও মোক্তারপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ছিন্নমূল লোকজন শীতে জবুথবু অবস্থায়। কেউবা শরীরে কাঁথা মুড়ি দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে আবার শীতের মধ্যেই কাজের সন্ধানে বসে বা দাঁড়িয়ে আছেন।

শহরের তেরি বাজার এলাকায় কথা হয় মজুরের কাজের সন্ধানে বের হওয়া মজনু মিয়ার সঙ্গে। তার বাড়ি শহর সংলগ্ন পুকুরিয়া এলাকায়। পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তানের জনক তিনি। মজনু মিয়া জানান, প্রায় ৩০ বছর ধরে তিনি মজুরের কাজ করে সংসার চালান। কোদাল আর ও ওড়াই তার সম্বল। কাজ পেলে ঘরে খাবার নিতে পারেন। তা না হলে ধারদেনা করে সংসার চালাতে হয় তাকে। শীতে কাবু হয়ে পড়লেও সংসার চালানোর তাগিদে তাকে ঘর থেকে বের হতে হয়েছে। নগররের চকপাড়া এলাকার রিকশা চালক মঞ্জু মিয়া জানান, ঘরে চার ছেলে-মেয়ে। শীতে কষ্ট পেলেও সন্তানদের মুখের দিখে তাকিয়ে ঘর থেকে বের হতে হয়েছে।

মালনী এলাকার বাসিন্দা জুবেদা খাতুন বলেন, ‘শীতের কারণে দুইডা ভাতও খাইতে পারি না। শরীরে অসুখ, হ্যার মধ্যে শীত।

জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, ‘এবারের শীতে নিম্ন আয়ের মানুষ খুব কষ্ট পাচ্ছে। সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত