Ajker Patrika

মানিকগঞ্জের শিবালয়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২: ৩৫
মানিকগঞ্জের শিবালয়

মানিকগঞ্জের শিবালয়ে মেয়ের (৫) ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়া বাবাকে থানার ভেতরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গত শনিবার রাতে শিবালয় থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে রাতেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, স্ত্রীসহ তিনি ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তাঁর পাঁচ বছরের মেয়ে থাকে দাদির কাছে। গত ২০ জুলাই স্থানীয় আওয়ামী লীগের এক নেতার চাচাতো ভাই রজ্জব খান ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন শিশুটির দাদি। পরে স্থানীয় মাতবরদের বিষয়টি জানানো হলেও অভিযুক্ত রজ্জব খান প্রভাবশালী হওয়ায় কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না তাঁরা। উল্টো অভিযোগকারীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। ১৪ আগস্ট শিবালয় থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। কিন্তু পুলিশ এক সপ্তাহেও ধর্ষণচেষ্টার মামলা নেয়নি। এ বিষয়ে খোঁজ নিতে গত শনিবার সন্ধ্যায় থানায় যান তিনি।

ভুক্তভোগী শিশুর দাদি জানান, ছেলের সঙ্গে নাতনিকে কোলে নিয়ে তিনিও থানায় গিয়েছিলেন। এএসআই আরিফ যখন তাঁর ছেলেকে টেনে রুমে নিয়ে মারধর করেন, তখন কয়েকজন পুলিশ সদস্যের হাত-পা ধরে তিনি কান্নাকাটি করেছেন; কিন্তু কেউ তাঁর ছেলেকে উদ্ধার করেননি। এ ঘটনা দেখে শিশুটিও ভয় পেয়েছে। পরে ছেলেকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বিচারপ্রার্থীর সঙ্গে পুলিশ সদস্যের এমন আচরণের বিষয়টি জানাতে রাতেই মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে যান শিশুটির বাবা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে যান শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী ঘটনা শুনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে নূরজাহান লাবনী আজকের পত্রিকাকে বলেন, ঘটনা জানার পর অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে রাতেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। এ ছাড়া ধর্ষণচেষ্টার মামলার আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত