Ajker Patrika

ঢাকায় বিএনপি ও সমমনাদের গণমিছিল আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১২: ৩৯
ঢাকায় বিএনপি ও সমমনাদের গণমিছিল আজ

পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করবে বিএনপি। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় গণমিছিল সফল করতে ঢাকাবাসীকে আহ্বান জানান তিনি। পরে এক বিজ্ঞপ্তিতে গণমিছিলে দলের জ্যেষ্ঠ নেতাদেরও বিভিন্ন সংগঠনের জন্য স্থান নির্ধারণের কথা জানানো হয়।

বিএনপির পাশাপাশি এ দিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামীও গণমিছিলের কর্মসূচি পালন করবে।

গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায় জমায়েত হয়ে বক্তব্য শেষে সেখান থেকে মিছিল শুরু করবে। দৈনিক বাংলা মোড় ঘুরে আবার ফিরে আসবে প্রেসক্লাবে।
বেলা ৩টায় বিজয়নগর থেকে মিছিল বের করবে ১২ দলীয় জোট। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল বের করে মতিঝিল শাপলা চত্বরে যাবে জাতীয়তাবাদী সমমনা জোট। বেলা ৩টায় কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ মোড়ে যাবে এলডিপির মিছিল।

গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিলেও এর স্থান ও সময় জানায়নি জামায়াতে ইসলামী। তবে এক বিজ্ঞপ্তিতে গণমিছিলের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। 

সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আমরা সতর্ক পাহারায় থাকব। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। ১০ তারিখের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ওই দিন যেমন ছিলাম, একই অবস্থানে থাকব।’ গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির গণমিছিল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

লিয়াজোঁ কমিটির বৈঠক
এদিকে চলমান আন্দোলনকে ঘিরে এরই মধ্যে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো। ঢাকার গণমিছিলের কর্মসূচিকে ঘিরে তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিয়াজোঁ কমিটির মধ্যে বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত