Ajker Patrika

মূল প্রতিযোগিতা হয় আইভি লিগ ঘিরে

অনুলিখন: মুসাররাত আবির
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৯: ৫৭
মূল প্রতিযোগিতা হয় আইভি লিগ ঘিরে

বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করতে যান; বিশেষ করে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়। তবে মূল প্রতিযোগিতা হয় আইভি লিগ ঘিরে। আইভি লিগ কী? এর অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালগুলো নিয়ে বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্র কানেটিকাটের ‘ইয়েল ইউনিভার্সিটি’র শিক্ষার্থী নাওয়াল নাজ।

আইভি লিগ কী?

আইভি লিগ হলো উত্তর-পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের আটটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি অ্যাথলেটিক সম্মেলন। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুব জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী। মাত্র ৫ দশমিক ৭ থেকে ৭ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। এগুলো থেকে প্রতিবছর যেসব গ্র্যাজুয়েট বের হন, তাঁদের সবাই পৃথিবীর কোনো না কোনো জায়গায় অবদান রাখেন। যুক্তরাষ্ট্রের ১৫ জন প্রেসিডেন্ট কোনো না কোনো আইভি লিগ কলেজের গ্র্যাজুয়েট ছিলেন। আইভি লিগের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালগুলো হলো–

হার্ভার্ড ইউনিভার্সিটি

হার্ভার্ড বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ, চ্যালেঞ্জযুক্ত এবং ধনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান, প্রকৌশল ও ফলিতবিজ্ঞান, একটি বিজনেস স্কুল, ডিভিনিটি স্কুল, স্কুল অব গভর্নমেন্ট, পাশাপাশি মেডিকেল ও আইন বিভাগের স্কুল রয়েছে।

ইয়েল ইউনিভার্সিটি

ইয়েল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এ ইউনিভার্সিটি প্রধান তিনটি একাডেমিক কম্পোনেন্ট: ইয়েল কলেজ, দ্য গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং দ্য প্রফেশনাল স্কুলের মাধ্যমে ১৫টি একাডেমিক স্কুল পরিচালিত হয়।

প্রিন্সটন ইউনিভার্সিটি

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে অবস্থিত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হলো প্রিন্সটন ইউনিভার্সিটি।

কলাম্বিয়া ইউনিভার্সিটি

কলাম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণার দিক থেকে এই বিশ্ববিদ্যালয় এগিয়ে।

ব্রাউন ইউনিভার্সিটি

ব্রাউন ইউনিভার্সিটি ১৭৬৪ সালে রোড আইল্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি নিউ ইংল্যান্ড এলাকায় ৩য় প্রাচীনতম এবং যুক্তরাষ্ট্রের ৭ম প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান।

ডার্টমাউথ কলেজ

ডার্টমাউথ কলেজ এমন একটি বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি একাডেমিক-বন্ধুত্বপূর্ণ পরিবেশের পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতি এবং গবেষণাভিত্তিক পাঠ্যক্রমও পাবেন।

পেনসিলভানিয়া ইউনিভার্সিটি

পশ্চিম ফিলাডেলফিয়ায় অবস্থিত পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্বারা এটি প্রতিষ্ঠিত।

কর্নেল ইউনিভার্সিটি

কর্নেল ইউনিভার্সিটি নিউইয়র্কের ইথাকায় অবস্থিত একটি বেসরকারি ও আইনি গবেষণা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ থেকে প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী পড়ার সুযোগ পান।

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

আইভি লিগের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাওয়ার মূলমন্ত্র হলো নিজেকে আর দশজনের চেয়ে আলাদা করার প্রচেষ্টা। স্যাটে ভালো স্কোর করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা, জীবনের গল্প, জীবনদর্শনও খুব গুরুত্বপূর্ণ। পুরো বাছাইপ্রক্রিয়া চারটি দিক থেকে বিবেচনা করা হয়।

১. সহশিক্ষা কার্যক্রম

২. স্যাট ৩. নিজের জীবন নিয়ে লেখালেখি এবং

৪. স্কুল-কলেজ বা গবেষণার সহযোগী অধ্যাপক বা কোচ, এমন কারও দেওয়া প্রশংসাপত্র।

অনুলিখন: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত