Ajker Patrika

ক্ষেতলালে লাঠি খেলা, মেলা

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫: ৪৪
ক্ষেতলালে লাঠি খেলা, মেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেউগ্রামে গতকাল দিনব্যাপী লাঠি খেলার মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় সারা দিন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে ভিড় জমান।

গতকাল সকাল থেকে ঢাকঢোল বাজিয়ে পুরো গ্রামে কয়েকটি দল লাঠি খেলা দেখিয়ে বেড়ান।

দেউগ্রামের ৮০ বছরের বৃদ্ধ সামছদ্দিন মন্ডল বলেন, ‘সেই ছোট বয়সে আমার দাদা এই মেলার গল্প করত ও ছোটকাল থেকে লাঠি খেলা দেখছি। এই খেলা উপলক্ষে দেউগ্রামসহ আশপাশের গ্রামগুলোয় জামাই ও আত্মীয়স্বজন দু-এক দিন আগে থেকে বেড়াতে চলে আসে।’

সংশ্লিষ্ট মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘দাদার কাছ থেকে শুনেছি, দুর্গাপূজার দুদিন পর মুসলমানদের মিলনমেলার জন্য পূর্বপুরুষেরা শত বছর আগে থেকে ওই মেলার আয়োজন করে। এক দিনের মেলা হলেও এটা বিরাট আয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত