Ajker Patrika

অভিনয়ে ফিরতে দেশে এলেন মোনালিসা

অভিনয়ে ফিরতে দেশে এলেন মোনালিসা

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে মডেল অভিনেত্রী মোনালিসা। কয়েক বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ দেশে এসেছিলেন কোভিডের আগে। সম্প্রতি আবারও দেশে ফিরেছেন তিনি। জানালেন, অভিনয়ে ফিরতেই এবার দেশে এসেছেন। আসন্ন ঈদুল আজহার কয়েকটি নাটকে দেখা যাবে তাঁকে। মোনালিসা বলেন, ‘আমার ভক্তদের খুব মিস করি। আমি জানি তাঁরাও আমার কাজ মিস করেন। তাঁদের জন্যই দেশে ফেরা। ঈদের বেশ কিছু কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে। কী কী কাজ আসছে তা এখনই বলতে চাইছি না। তবে অবশ্যই ভিন্ন কিছু পেতে যাচ্ছে দর্শক।’

বিদেশে থাকলেও নিয়মিত দেশের শোবিজের খোঁজখবর রাখেন মোনালিসা। তিনি বলেন, ‘বাইরে থাকলেও দেশকে ভুলে যাইনি। নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমে ভালো ভালো কাজ হচ্ছে দেশে। ব্যস্ততা থাকলেও দেশের কাজের নিয়মিত খোঁজ নিই। যে সিনেমাগুলো যুক্তরাষ্ট্রে মুক্তি পায়, সেগুলো হলে গিয়ে দেখার চেষ্টা করি। সিনিয়রদের পাশাপাশি নতুনরাও ভালো করছে। আশা করছি নতুন আরও শিল্পী বেরিয়ে আসবে।’

সিনেমায় অভিনয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন মোনালিসা। তিনি বলেন, ‘আমি যে সময় নিয়মিত কাজ করতাম, তখন সিনেমা নিয়ে কখনো ভাবিনি। মনে হতো আমি খুব ছোট। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। ব্যাটে-বলে মিলে গেলে সিনেমায়ও দেখা যেতে পারে আমাকে। আর আমাদের সময় ওটিটি ছিল না, তাই কাজ করা হয়নি। নতুন এই মাধ্যমেও ভালো কাজ হচ্ছে। ইচ্ছা আছে ভালো নির্মাতা, গল্প ও চরিত্র পেলে ওয়েব কনটেন্টে অভিনয় করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত